আলিপুরদুয়ার
ডুয়ার্সের এই জেলাটি প্রধানত গ্রামীণ। ছটি ব্লকের মধ্যে মাদারিহাট-বীরপাড়া ব্লকে ১০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এখানে একটিও শহর নেই। আলিপুরদুয়ার ২, ফালাকাটা ও কুমারগ্রাম ব্লকে একটি মাত্র সেন্সাস টাউন রয়েছে। কালচিন ব্লকে রয়েছে দুটি সেন্সাস টাউন। আলিপুরদুয়ার-১ ব্লকে রয়েছে চারটি শহর।
- অবস্থান (সদর দপ্তর)- ২৬.৪৮° উত্তর অক্ষাংশ ৮৯.৫৭° পূর্ব দ্রাঘিমাংশ
- সদর দপ্তর- আলিপুরদুয়ার ও ফালাকাটা।
- আয়তন- ৩,৩৮৩ বর্গকিমি।
- জনসংখ্যা- প্রায় ১৭ লক্ষ
- মিউনিসিপ্যালিটি- আলিপুরদুয়ার ও ফালাকাটা ব্লক- ৬ (মাদারিহাটবীরপাড়া, আলিপুরদুয়ার-১, আলিপুরদুয়ার-২, ফালাকাটা, কালচিনি ও কুমারগ্রাম)।
- শহরাঞ্চল- ১০, গ্রাম- ৬৬
আলিপুরদুয়ারের পর্যটনকেন্দ্র আকর্ষণ- বক্সা টাইগার রিজার্ভ, জ্যন্তী পাহাড়, বক্সা ফোড়্রট (ব্রিটিশ আমলে তৈরি), জলদাপাড়া ন্যাশনাল পার্ক, চিলাপাড়া ফরেস্ট, জয়গাঁ, রাই মাতাঙ্গ, সাঁতরাবাড়ি, রোভার্স পয়েন্ট, রুপং উপত্যকা, লেপচাখোয়া, চুনাভাটি, চা বাগান।