মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র
- এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ (এলাকা হিসেবে) এবং জনসংখ্যার হিসাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ।
- এর রাজধানী হল ওয়াশিংটন ডি সি। ডি সি শব্দটির পুরো কথাটি হল ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া। এটি পোটোম্যাক নদীর ধারে অবস্থিত।
- মার্কিন যুক্তরাষ্ট্র ৫০টি রাজ্যে বিভক্ত। বড়ো থেকে ছোতো এই ভাবে সাজালে রাজ্যগুলি হল আলাস্কা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, মন্টানা ইত্যাদি
- ক্ষুদ্রতম রাজ্য হল রোহড আইল্যান্ড।
- সবচেয়ে জনবহুল রাজ্য হল ক্যালিফোর্ণিয়া
- মার্কিন যুক্তরাষ্ট্র হল তেলের সর্ববৃহৎ আমদানিকারক ও ব্যবহার কারক।
- মার্কিন যুক্তরাষ্ট্রের রকেট উৎক্ষেপণ স্থান হল ফ্লোরিডার কেপ কেনেডি।
- আমেরিকার ব্যস্ততম বিমানবন্দর হল নিউ ইয়র্কের যে এফ কেনেডি এয়ারপোর্ট।
- শুষ্কতম ও উষ্ণতম স্থান (আমেরিকার মধ্যে) হল ডেথ ভ্যালী।
- বিশ্বের অটোমোবাইল রাজধানী হল আমেরিকার ডেট্রয়েট।
- গ্র্যান্ড ক্যানিয়ন- এটি অ্যারিজোনায় কলোরাডো নদীর পাশে তৈরি হয়েছে যা ভ্রমণার্থীদের কাছে সবচেয়ে দর্শণীয় স্থান।