ইউরোপ
ইউরোপ
- এটি এলাকা হিসাবে অস্ট্রেলিয়ার পরেই ক্ষুদ্রতম মহাদেশ, আবার জনসংখ্যার দিক থেকে এটি এশিয়ার প্র দ্বিতীয় স্থানে আছে। এখানে ৫০টি দেশ আছে।
- ইউরোপ উত্তরে আর্কটিক মহাসাগর, দক্ষিণে কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগর, পশ্চিমে আটলান্টিক সাগর এবং পূর্বে উরাল পর্বতমালা দ্বারা বেষ্টিত। এটি স্ট্রেট অব জিব্রালটার দ্বারা আফ্রিকা থেকে আলাদা।
- গুরুত্বপূর্ণ পর্বতমালাগুলি হল আল্পস, আপেনিনস, বালকানস, কারপাথিয়ানস, কাউকাসাস, পাইরে নিস, উরাল ইত্যাদি।
- উচ্চতম শৃঙ্গ হল এলব্রুস (৫,৬৩৩ মিটার)
- প্রধান নদীগুলি হল দানিয়ুব, ডন, এলবে, পো, রাইন, রোন, সেইন, টেমস, টাইবার, ভোলগা ইত্যাদি।
- প্রধান ধর্মগুলি হল খ্রিস্ট, ইসলাম ও ইহুদি ধর্ম।
- আবহাওয়াঃ পশ্চিমে ও উত্তর-পশ্চিমে মৃদু ও সাধারণত আর্দ্র, দক্ষিণে ভূমধ্যসাগরীয় এবং পূর্বে আর্দ্র ও শীতল।
- যুগোশ্লাভিয়া, বুলগেরিয়া, গ্রিস, রোমানিয়া ও আলবেনিয়া-দেশগুলিকে সমষ্টিগত ভাবে বালকান স্টেটস বলা হয়।
- আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন ও ডেনমার্ককে সমষ্টিগত ভাবে স্ক্যান্ডিনেভিয়া বলা হয়।
- বিশ্বের সবচেয়ে উত্তর প্রান্তের রাজধানী হল রেইকজাভিক।