নং |
খনিজসম্পদ |
স্থান |
১ |
কয়লা |
পশ্চিমবঙ্গ (রায়গঞ্জ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, জলপাইগুড়ি, দার্জিলিং), ঝাড়খন্ড (ঝরিয়া, গিরিডি, খাড়াওয়া, বোকারো, হাজারিবাগ, কর্ণপুরা, রামপুর, পালামৌ), ওড়িশা (রামপুর, হিন্দগির, তালচের, সম্বলপুর), মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় (রেওয়া, পেঞ্চ উপত্যকা, উমারিয়া, কোবরা, সোহাগপুর, মান্দ নদী অঞ্চল, কানহা উপত্যকা, বেতুল ইত্যাদি)। ভারতের সর্ববৃহৎ কয়লা ব্যবহার হয় শক্তি ক্ষেত্রে। এর পর ইস্পাত শিল্প, সিমেন্ট শিল্প ইত্যাদির স্থান। |
২ |
ম্যাঙ্গানিজ |
ওড়িশা, মহারাষ্ট্র, (নাগপুর, ভাণ্ডারা, রত্নগিরি), মধ্যপ্রদেশ (বালাঘাট, ছিন্দওয়াড়া), কর্ণাটক (কেওনঝড়, বোনাই, কালাহাদি), অন্ধ্রপ্রদেশ (কাদুর, গাড়িবাদি) |
৩ |
তামা |
মধ্যপ্রদেশ (বালাঘাট), রাজস্থান (ক্ষেত্রী), ঝাড়খন্ড (সিংভূম, মোসাবনী, সুরদা), কর্ণাটক (চিত্রদুর্গ, হাসান) |
৪ |
অভ্র |
ঝাড়খন্ড (হাজারিবাগ, গিরিডি, কোডার্মা), বিহার (গয়া, ভাগলপুর), অন্ধ্রপ্রদেশ (গুন্টুর, ভাইজাগ, কুর্নুল), রাজস্থান (ভীলওয়াড়া, উদয়পুর, জয়পুর) |
৫ |
খনিজতেল |
অসম (ডিগবয়, নাহারকাটিয়া, বদরপুর, মসীনপুর ও পাল্লারিয়া), গুজরাট (আঙ্কলেশ্বর, খাম্বাত, কলোল), মুম্বাই হাই, বেসিন (মুম্বাই হাই-এর দক্ষিণে) ইত্যাদি। সাম্প্রতিককালে কাবেরী উপত্যকা, কৃষ্ণা ও গোদাবরী উপত্যকা, খাম্বাত উপত্যকা প্রভৃতি অঞ্চলে তেল আবিষ্কৃত হয়েছে। |
৬ |
লোহা |
ভারতে খুব উন্নত মানের আকরিক লোহা হেমাটাইট পাওয়া যায়। মধ্যপ্রদেশ (বালাইডিলা, জবলপুর), গোয়া (উত্তর গোয়া), কর্ণাটক (বাবাবুদান পাহাড়, চিকমাগালুর, হসপেট), ঝাড়খন্ড (সিংভূম, নোয়ামুন্ডি), অন্ধ্রপ্রদেশ, ওড়িশা। পৃথিবীতে ভারত পঞ্চম খনিজ লৌহ রপ্তানিকারক দেশ। জাপান ভারতে মোট রপ্তানির ৩/৪ অংশ ক্রয় করে পৃথিবীতে প্রথম। বিশাখাপত্তনম, পারাদ্বীপ, মার্মাগাঁও ও ম্যাঙ্গালোর প্রধান প্রধান খনিজ লৌহ রপ্তানিকারক বন্দর। |
৭ |
বক্সাইট |
অ্যালুমিনিয়াম প্রস্তুত করার মুখ্য খনিজ। ওড়িশা (কালাহান্দি, কোরাপুট, সুন্দরগড়, বোলানগিরি, সম্বলপুর), ঝাড়খন্ড (লোহারদাগা, গুমলা), মধ্যপ্রদেশ (জবলপুর, মান্দলা, শাহদোল, কাটনি, বালাঘাট), মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু। |
৮ |
সোনা |
কর্ণাটক (কোলার, হুট্টি, রায়চূড়), অন্ধ্রপ্রদেশ, চিতোর ও অনন্তপুর (রামগিরি ও এপ্পামান্না খনিতে) |
৯ |
রূপো, দস্তা ও সিসা |
রাজস্থান (উদয়পুরের নিকট জাওয়ার খনিতে), অন্ধ্রপ্রদেশ (মাইসোর, চিত্রদূর্গ), কর্ণাটক (কোলার খনি)। |
১০ |
ইউরেনিয়াম |
ঝাড়খন্ড (জাদুগড়া), রাজস্থান (আজমীর), অন্ধ্রপ্রদেশ (নেল্লোর নালগোন্ডা), কর্ণাটক (গুলবার্গা) |
১১ |
থোরিয়াম |
কেরালা উপকূল (মোনাজাইট বালি থেকে), রাজস্থানের আরবল্লী শিলা থেকে |