এশিয়া
এশিয়া
- এটি সাতটি মহাদেশের মধ্যে বৃহত্তম মহাদেশ (এলাকাগত ও জনসংখ্যাগত উভয় দিক থেকে)। এই মহাদেশে ৪৮টি দেশ আছে।
- এটি পশ্চিমে উরাল পর্বতমালা দ্বারা ইউরোপ থেকে আলাদা হয়েছে। এই মহাদেশ উত্তরে আর্কটিক মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিমে ভূমধ্যসাগর দ্বারা বেষ্টিত।
- উচ্চতম বিন্দু হল মাউন্ট এভারেস্ট (৮৮৪৮ মিটার) এবং নিম্নতম বিন্দু হল ডেড সি (সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৯৫ মিটার নীচু)
- উল্লেখযোগ্য পর্বতশ্রেণিগুলি হল হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ, এলবুর্জ, কাউকাসাস, পামির, কুনলুন, উরাল ইত্যাদি।
- উচ্চতম শৃঙ্গগুলি হল এভারেস্ট (৮৮৪৮ মিটার), কে-২ (৮৬১১ মিটার) কাঞ্চনজঙ্ঘা (৮৫৯৮ মিটার)
- বৃহত্তম লেকগুলি হল আরাল সি, বাইকাল, বালখাস, কাস্পিয়ান সি, ডেড সি ইত্যাদি।
- প্রধান নদীগুলি হল আমুর, ব্রহ্মপুত্র, ইউফ্রেটিস, গঙ্গা, হোয়াং হো, ইন্দাস। লেনা, মেকং, ওব, সালওয়েন, টাইগ্রিস, ইয়াংজি ইত্যাদি।
- মোট এলাকা ৪৪,৫৭৯,০০০ বর্গকিমি (বিশ্বের মোট স্থলভাগের ২৯.৯%)
- তিব্বতের মাল্ভূমি হল বিশ্বের বৃহত্তম ও উচ্চতম মাল্ভ?ঊমি এবং একে বিশ্বের ছাদ বলা হয়।
- বিশ্বের প্রধান প্রধান ধর্মের জন্মভূমি হল এশিয়া যেমন-খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, উহুদি ধর্ম ইত্যাদি।
- এশিয়ার জনসংখ্যা ৩,৮৭৯,০০০,০০০ যা বিশ্বের মোট জনসংখ্যার ৬০%।