মুর্শিদাবাদ
অবস্থান- ২৪°৫০'২০" - ২৩°৪৩'৩০" উত্তর অক্ষাংশ, ৮৮°৪৬'০০" - ৮৭°৪৯'১৭" পূর্ব দ্রাঘিমাংশ
সদর দপ্তর- বহরমপুর।
সাব ডিভিশন- জঙ্গিপুর, লালবাগ, কান্দি, সদর, ডোমকল।
শহরাঞ্চল- ২৯ (সাতটি মিউনিসিপ্যালিটি, ২২টি সেন্সাস টাউন)
গ্রাম- ১৯৩৭।
আয়তন- ৫,৩২৪ বর্গ কিমি।
জনসংখ্যা- ৭১,০২,৪৩০।
জনসংখ্যার ঘনত্ব- ১৩৩৪ (প্রতি বর্গকিমিতে)।
সাক্ষরতা (শতাংশ)- ৬৭.৫৩, পুরুষ- ৭১.০২, মহিলা- ৬৩.৮৮।
নির্বাচিত প্রতিনিধি-
লোকসভার আসন-৩ (জঙ্গিপুর, বহরমপুর ও মুর্শিদাবাদ)।
বিধানসভার আসন- ২২।
গ্রাম পঞ্চায়েত- ৩,০৫৬।
আসন সংখ্যা- ৩,৪৬৬।
পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা- ৭১৭।
জেলা পরিষদ- ১।
আসন সংখ্যা- ৬৩।