ভারতের জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র/অভয়ারণ্য
ভারতের ১০৪টি জাতীয় উদ্যান এবং ৫১৫টি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র আছে।
মধ্যপ্রদেশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান (৯টি করে) আছে। যেখানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৭৬টি এবং মহারাষ্ট্রে ৩৬টি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র (ভারতে সবচেয়ে বেশি) আছে।
গির অরণ্য | এশিয়ার সিংহের বাসস্থান, গুজরাট |
কাজিরাঙ্গা সংরক্ষণ কেন্দ্র | একশৃঙ্গ গণ্ডার, অসম |
মানস সংরক্ষণ কেন্দ্র | একশৃঙ্গ গণ্ডার, অসম |
চন্দ্রপ্রভা সংরক্ষণ কেন্দ্র | এশিয়ার সিংহের বাসস্থান, উত্তর প্রদেশ |
ঘানা বা কেওলাদেও পক্ষী সংরক্ষণ কেন্দ্র | ভারতপুর, রাজস্থান |
দাচিগ্রাম সংরক্ষণ কেন্দ্র | হাঙ্গুল, কাশ্মীর |
করবেট জাতীয় উদ্যান (পূর্বের হেলী জাতীয় উদ্যান) | উত্তরাখন্ড, ব্যাঘ্রের বাসস্থান (ভারতের প্রথম জাতীয় উদ্যান) |
কান্হা জাতীয় উদ্যান | মধ্যপ্রদেশ |
শিবপুরী জাতীয় উদ্যান | মধ্যপ্রদেশ |
হাজারিবাগ জাতীয় উদ্যান | ঝাড়খন্ড |
পেরিয়ার সংরক্ষণ কেন্দ্র | হাতি, কেরালা |
দুধওয়া জাতীয় উদ্যান | উত্তরপ্রদেশ |
ভেদান্তনগাই পক্ষী সংরক্ষণ | তামিলনাড়ু |
নক্রেক জাতীয় উদ্যান | মেঘালয় |
শরিস্কা সংরক্ষণ কেন্দ্র | রাজস্থান |
রণথম্ভৌর জাতীয় উদ্যান | রাজস্থান |
নামধাপা জাতীয় উদ্যান | অরুণাচল প্রদেশ |
কেইবুল লামজাও ভাসমান জাতীয় উদ্যান | মণিপুর |
পালামৌ ব্যাঘ্র প্রকল্প | বিহার |
সিমলিপাল জাতীয় উদ্যান | ওড়িশা |
রঙ্গনথিট পক্ষী সংরক্ষণ কেন্দ্র | মহীশূর, কর্ণাটক |
নাগেরহোট জাতীয় উদ্যান | কর্ণাটক |
মুদুমালাই সংরক্ষণ | তামিলনাড়ু |
বলপক্কম সংরক্ষণ | মেঘালয় |
বন্দিপুর সংরক্ষণ | কর্ণাটক-তামিলনাড়ু সীমান্ত |
জলদাপাড়া সংরক্ষণ | গণ্ডার, পশ্চিমবঙ্গ |
বন্যগাধা সংরক্ষণ | বন্যগাধা, কচ্ছের রাণ, গুজরাট |
দ্রষ্টব্য-
ভারতের প্রথম জাতীয় উদ্যান হেলী জাতীয় উদ্যান নামে ১৯৩৫ (১৯৩৬) সালে প্রতিষ্ঠিত হয়, যেটা এখন জিম করবেট জাতীয় উদ্যান নামে পরিচিত। সমগ্র জাতীয় উদ্যানগুলির মোট আয়তন ৩৯,৯১৯ বর্গকিমি. যেটা ভারতের ১.২১% জায়গা দখল করে আছে।