ভারতের বিভিন্ন জীবমন্ডল সংরক্ষণ কেন্দ্র
মানুষ আর তাঁর বিভিন্ন জীবমন্ডলের কর্মসূচির স্বার্থ রক্ষার্থে ১৯৭১ সালে ইউনেসকো দ্বারা জীবমন্ডল সংরক্ষণ কর্মসূচি শুরু হয়েছিল, যাতে করে প্রকৃতির বিভিন্ন গোষ্ঠীর সংরক্ষণের জন্য বিশ্বব্যাপী সংযুক্তিকরণ করা হয়।
ভারতে প্রথম জীবমন্ডল সংরক্ষণ কেন্দ্রটি হল নীলগিরি জীবমন্ডল সংরক্ষণ কেন্দ্র যা ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন পর্যন্ত এই দেশে ১৮টি জীবমন্ডল সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে।
১. নীলগিরি (পশ্চিমঘাট)
২. নন্দাদেবী (উত্তরাখন্ড)
৩. নকরেক (মেঘালয়)
৪. মানস (আসাম)
৫. সুন্দরবন (পশ্চিমবঙ্গ)
৬. মান্নার উপসাগর (তামিলনাড়ু)
৭. গ্রেট নিকোবর (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ)
৮. সিমলিপাল (ওড়িশা)
৯. ডিব্রু-সাইখোয়া (অসম)
১০. দেহাং-দিবাং (অরুণাচল প্রদেশ)
১১. পাঁচমারি (মধ্যপ্রদেশ)
১২. কাঞ্চনজঙ্ঘা (সিকিম)
১৩. অগস্ত্যমালাই (কেরালা)
১৪. আচানাক মার-অমরকন্টক (মধ্যপ্রদেশ)
১৫. কচ্ছের রাণ / জ্ঞান ভারতী রিজার্ভ
১৬. কোল্ড ডেজার্ট (হিমাচল প্রদেশ)
১৭. মেসাচালাম হিলস (অন্ধ্রপ্রদেশ)
১৮. পান্না (মধ্যপ্রদেশ)
দ্রষ্টব্য-
এই ১৮টির মধ্যে নীলগিরি, সুন্দরবন, নন্দাদেবী, নিকোবর দ্বীপপুঞ্জ, পাঁচমারি, নক্রেক্, সিমলিপাল, মান্নার উপসাগর এবং আচানাক মার-অমরকন্টক ইউনেস্কো দ্বারা বিশ্ব জীবমন্ডল Network কার্যক্রম হিসাবে স্বীকৃতি পেয়েছে।