পূর্ব মেদিনীপুর
অবস্থান- ২২°১৮' - ৮৭°৫৫' উত্তর অক্ষাংশ ২২°৩' - ৮৭°৯২' পূর্ব দ্রাঘিমাংশ।
সদর দপ্তর- তমলুক।
সাব ডিভিশন- তমলুক, হলদিয়া, কন্টাই, এগরা।
থানা- ২১।
শহরাঞ্চল- ১০ (পাঁচটি মিউনিসিপ্যালিটি, পাঁচটি সেন্সাস টাউন)
আয়তন- ১৪,০৮১ বর্গ কিমি।
জনসংখ্যা- ৫০,৯৪,২৩৮ (২০১১ জনগণনা)।
জনসংখ্যার ঘনত্ব- ১,০৭৬ (প্রতি বর্গ কিমিতে)।
শহরবাসী (শতাংশ)- ৭৯.০৪ (পূর্ব ও পশ্চিম একত্রে),
পুরুষ- ৯৩.১৪।
মহিলা- ৮১.৮১।
নির্বাচিত প্রতিনিধি-
- লোকসভার আসন- ২ (কাঁথি, তমলুক। ঘাটাল ও মেদিনীপুর কেন্দ্রের মধ্যে কয়েকটি বিধানসভা আসন রয়েছে)।
- বিধানসভার আসন- ১৬।
- গ্রাম পঞ্চায়েত- ২,৫৩৪।
- আসন সংখ্যা- ২,৮৬৩।
- পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা- ৬২৮।
- জেলা পরিষদ- ১।
- আসনসংখ্যা- ৫৩।