শুক্র গ্রহ
শুক্র গ্রহকে পৃথিবীর যমজ বলে কারণ এটি পৃথিবীর থেকে সামান্য ছোটো (পৃথিবীর থেকে ৫০০ কিমি কম ব্যাস বিশিষ্ট)
সন্ধ্যাতারা ও সাঁঝতারা হিসাবে সুপরিচিত। সকালের দিকে পূর্বাকাশে দেখা যায় এবং সন্ধ্যাবেলায় পশ্চিমাকাশে দেখা যায়। সারারাত ধরে একে আর দেখা যায় না।
পৃথিবীর নিকটতম গ্রহ।
সৌরজগতে এটি উন্নতম গ্রহ। কারণ এর আবহমন্ডলে ৯০°-৯৫° কার্বন ডাইঅক্সাইড থাকার জন্য গ্রিনহাউস ফল বর্তমান। দিন ও রাত্রির তাপমাত্রা প্রায় একই রকম থাকে।
আবর্তন পশ্চাদপদ (ঘড়ির কাঁটা ঘোরার মতো) অন্য গ্রহদের মতো নয়।
এর কোনো উপগ্রহ নেই।
সৌরজগতে মন্থরতম আবর্তন গতিসম্পন্ন (২৫৭ দিনে)। আবর্তন গতি ও পরিক্রমণ গতি প্রায় সমান; পরিক্রমণ গতি (২২৪.৭ দিন)।