উত্তর দিনাজপুর
- অবস্থান- ২৫°১১`- ২৬°৪৯` উত্তর অক্ষাংশ ৮৭°৪৯`- ৯০°০০` পূর্ব দ্রাঘিমাংশ।
- সদর দপ্তর- রায়গঞ্জ।
- সাব ডিভিশন- রায়গঞ্জ ও ইসলামপুর।
- থানা- ৯টি।
- শহরাঞ্চল- ১০ (চারটি মিউনিসিপ্যালিটি, দুটি সেন্সাস টাউন ও দুটি শহরাঞ্চল)।
- গ্রাম- ১,৫১৬।
- আয়তন- ৩,১৪০ বর্গ কিমি।
- জনসংখ্যা- ৩০,০০,৮৪৯
- জনসংখ্যার ঘনত্ব- ৯৫৬ (প্রতি বর্গকিমিতে)।
- শহরবাসী (শতাংশ)- ১২.০৬।
- সাক্ষরতা (শতাংশ)- ৬০.১৩,
- পুরুষ- ৬৬.৬৫, মহিলা- ৫৩.১৫