ব্রাজিল
ব্রাজিল
- এটি এলাকা ও জনসংখ্যার নিরিখে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। এটি ভারতের প্রায় ২.৫ গুণ বড়ো।
- এর রাজধানী হল ব্রাসিলিয়া এবং রিও-ডে-জেনেইরো হল বৃহত্তম শহর।
- ব্রাজিলকে বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ হিসাবে ‘বিশ্বের কফি পাত্র’ বলা হয়। ব্রাজিলের স্যান্টোসকে বিশ্বের ‘কফি বন্দর’ বলা হয়।
- ব্রাজিলের সেরা ডোস কারাজাস পর্বতে বিশ্বের বৃহত্তম লৌহ আকরিকের ভান্ডার আছে।
- ব্রাজিলের সবচেয়ে খনিজ সমৃদ্ধ শহর হল মিনাস গেরাইস।
- ব্রাজিল হল একমাত্র দেশ যার মধ্য দিয়ে নিরক্ষরেখা ও মকরক্রান্তি রেখা গিয়েছে।
- ব্রাজিলে রবার চাষ সবচেয়ে বেশি হয়।