আকাশপথ পরিবহন
আকাশপথ পরিবহন (Air Transport)
- জে.আর.ডি.টাটা ছিলেন প্রথম ব্যক্তি যিনি প্রথম মুম্বাই থেকে করাচী পর্যন্ত বিমান উড়িয়েছিলেন।
- ‘টাটা এয়ারলাইন্স’ ১৯৩৫ সালে মুম্বাই থেকে তিরুবনন্তপুরম এবং ১৯৩৭ সালে মুম্বাই থেকে দিল্লি বিমান চলাচল শুরু করেন।
ভারতের বিমানবন্দর (Airports in India)
ভারতে অনেকগুলি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এগুলির মধ্যে গুরুত্বপূর্ন হল-
নং | বিমানবন্দর | অবস্থান |
---|---|---|
১ | রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর | হায়দ্রাবাদ |
২ | কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর | কালিকট |
৩ | ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর | মুম্বাই |
৪ | আন্তর্জাতিক বিমানবন্দর | চেন্নাই |
৫ | বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর | বেঙ্গালুরু |
৬ | লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর | বারাণসী |
৭ | লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দর | গুয়াহাটি |
৮ | ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর | দিল্লি |
৯ | নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর | কলকাতা |
১০ | গুরুরামদাস আন্তর্জাতিক বিমানবন্দর | অমৃতসর |
১১ | সর্দার বল্লবভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর | আমেদাবাদ |
১২ | তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর | তিরুবনন্তপুরম |
১৩ | জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর | জয়পুর |
১৪ | কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর | কোচি |
১৫ | বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর | পোর্ট ব্লেয়ার |
১৬ | বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর | ভুবনেশ্বর |
১৭ | ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দর | ইম্ফল |
*. ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং ছত্রপতি শিবাজী বিমানবন্দর দক্ষিণ এশিয়ায় অর্ধেকের বেশি বিমান চলাচল নিয়ন্ত্রন করে। এই বিমানবন্দরগুলি ছাড়াও ভারতের অনেকগুলি জাতীয় বিমানবন্দর আছে।
*. ভারতের বেশিরভাগ বিমানবন্দরগুলিই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নিজস্ব মালিকানাধীন। এর ব্যবস্থাপনায় বিমানবন্দরগুলির আন্তর্জাতিক বিমানবন্দর, জাতীয় বিমানবন্দর, কাস্টমস বিমানবন্দর ও সিফিল এনক্লেভস এই চারটি বিভাগে ভাগ করা হয়।