বায়ুমণ্ডল (Atmosphere)
- বায়ুমণ্ডল হল গ্যাসের স্তরের মিশ্রণ যা পৃথিবীকে আবৃত করে আছে এবং যা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর চারিদিকে ছড়িয়ে আছে। বায়ুমণ্ডলের অধিকাংশই (৯৭ শতাংশ) ভূত্বকের ২৯ কিমি-র মধ্যে রয়েছে।
- ভূত্বক থেকে ১০০ কিমি দূরে, সবচেয়ে হালকা গ্যাসগুলি আলাদা হয়ে পৃথিবীকে ঘিরে নানা সমকেন্দ্রীয় স্তর তৈরি করে বলে উপগ্রহ থেকে সংগৃহীত বর্তমান তথ্য থেকে জানা গেছে। এর মধ্যে সবচেয়ে গভীরতম স্তর হল নাইট্রোজেন স্তর (১০০-২০০ কিমি), তারপর থাকে অক্সিজেন স্তর (২০০-১১০০ কিমি), হিলিয়াম স্তর (১১০০-৩৫০০ কিমি) এবং তারপর থাকে হাইড্রোজেন স্তর।
- ৫০ কিমি পর্যন্ত বায়ুমণ্ডলে যা থাকে তা হল-
- নাইট্রোজেন ৭৮.০৯%
- অক্সিজেন ২০.৯৫%
- আরগন ০.৯৩%
- কার্বন ডাইঅক্সাইড ০.০৩% (অন্যান্য গ্যাসগুলি হল নিয়ন, ওজোন, হাইড্রোজেন ইত্যাদি)
- ঘনীভবন ও অধঃক্ষেপণের পাশাপাশি জলীয় বাষ্প সূর্য থেকে নিঃসৃত হওয়া কিরণ শুষে নিয়ে কম পরিমাণে ভূত্বকে আসতে সাহায্য করে।
- কার্বন ডাই অক্সাইড সূর্যের ও পৃথিবীর উত্তাপ শোষণ করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রবল ঘনীভূত কার্বন ডাইঅক্সাইড-এর প্রভাবে ‘গ্রিন এফেক্ট’ হয়।
- ধূলিকণা পদার্থ সূর্যকিরণকে বিক্ষিপ্ত ও পরিব্যপ্ত হতে সাহায্য করে এবং মেঘের গঠন হতেও সাহায্য করে।