ভারতীয় কৃষিকার্য
ভারতে শস্য উৎপাদনের সময় (Cropping Seasons in India)
খারিফ শস্য (Kharif Crops)
খারিপ শস্য বপন করা হয় গ্রীষ্মকালে মে থেকে জুন মাসের মধ্যে এবং ফসল কাটা হয় বর্ষার শেষে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে।
যেমন-ধান, জোয়ার, বাজরা, ভুট্টা, তুলা, পাট, ইক্ষু, তামাক, বাদাম ইত্যাদি।
রবি শস্য (Rabi Crops)
রবি শস্য বপন করা হয় শীতকালে এবং ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে ফসল কাটা হয়।
যেমন-গম, বার্লি, তৈলবীজ, ছোলা, আলু ইত্যাদি।
জায়েদ শস্য (zayad Crops)
এপ্রিল থেকে জুন মাসে এই ফসল হয়।
অর্থকরী ফসল (Cash Crops)
প্রধানত বাজারের চাহিদা অনুযায়ী এই ফসল উৎপাদন করা হয়। চাষিরা খুব ছোটো একটা অংশই ভোগ করে। যথা-কার্পাস, ইক্ষু ইত্যাদি।
ভারতের গুরুত্বপূর্ণ শস্য (Important Crops of India)
খাদ্যশস্য দানা : (Food Grains)
নং | শস্য | স্থান |
---|---|---|
১ | ধান | পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ |
২ | গম | উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা |
৩ | ভুট্টা | মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক |
৪ | বাজরা | রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র |
৫ | জোয়ার | মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ। |
৬ | সমগ্র ডাল | মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান |
৭ | সমগ্র খাদ্যশস্য দানা | উত্তরপ্রদেশ, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ |
৮ | তৈল বীজ | মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট |
৯ | বাদাম | গুজরাট, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ |
১০ | রেপসিড এবং সরিষা | রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা |
১১ | সয়াবিন | মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান |
১২ | সূর্যমুখী | কর্ণাটক, অন্ধপ্রদেশ, মহারাষ্ট্র |
১৩ | ইক্ষু | মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক |
১৪ | তুলা | মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ |
১৫ | পাট এবং মেস্তা | পশ্চিমবঙ্গ, বিহার, অসম |
১৬ | চা | অসম, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ |
১৭ | কফি | কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু |
১৮ | রবার | কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক |
১৯ | পশম | কর্ণাটক, জম্মু ও কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, ভারতবর্ষে ৪ প্রকারের পশম পাওয়া যায় মালবেরি, তসর, চার এবং মুগাসিল্ক |
২০ | তামাক | গুজরাট, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক |
ঝুমচাষ
অসম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, এবং নাগাল্যান্ডের পাহাড়ের ঢালে এই পদ্ধতিতে চাষ হয়।
এই পদ্ধতিতে গাছ কেটে আগুন ধরানো হয়। এই ছাই জমির উর্বরতা বৃদ্ধিতে ব্যবহৃত হয়। এইভাবে ২-৩ বৎসর চাষ করা হয়। তারপর চাষিরা আবার অন্য বনভূমিতে চলে যায়।