কোচবিহার
- অবস্থান- ২৫°৫৭`৪৭``- ২৬°৩৬`২`` উত্তর অক্ষাংশ ৮৯°৫৪`৩৫``-৮৮°৪৭`৪৪`` পূর্ব দ্রাঘিমাংশ
- সদর দপ্তর- কোচবিহার,
- সাব ডিভিশান- কোচবিহার সদর, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ, তুফানগঞ্জ।
- থানা- ১১,
- শহ্রাঞ্চল- ১০ (ছটি মিউনিসিপ্যালিটি ও চারটি সেন্সাস টাউন)
- আয়তন- ৩,৩৮৭ বর্গকিমি।
- জনসংখ্যা- ২৮,২২,৭৮০।
- জনসংখ্যার ঘনত্ব- ৮৩৩ (প্রতি বর্গ কিমিতে) শহরবাসী (শতাংশ)- ৯.১০।
- সাক্ষরতা (শতাংশ)- ৭৫.৪৯।
- পুরুষ- ৮১.৫২। মহিলা- ৬৯.০৮
অর্থনীতি-
জেলার প্রধান ফসল ধান। এছাড়া পাট, তামাক, ডাল, গম, সর্ষে, আখ ইত্যাদি চাষ হয়। কোচবিহারের তামাকের সুনাম রয়েছে। শিল্পে কোচবিহার পিছিয়ে রয়েছে। কোচবিহারে এন্ডির চাষ হয়। ভ্যারেন্ডা গাছে এন্ডি পোকার চাষ হয়। এই পোকার শরীর থেকে রেশমের সুতো বের করা হয়।
নির্বাচিত প্রতিনিধি-
- লোকসভার আসনঃ ১ (কোচবিহার)।
- বিধানসভার আসনঃ ৯।
- গ্রাম পঞ্চায়েতঃ ৭৭৮।
- আসন সংখ্যাঃ ৮৩৯।
- পঞ্চায়েত সমিতির আসন সংখ্যাঃ ৩৫৩।
- জেলা পরিষদ-১।
- আসন সংখ্যাঃ ২৯।