পশ্চিমবঙ্গের জলবায়ু
উত্তরের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার পার্বত্য অঞ্চল ছাড়া পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ আর্দ্র-ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।
জলবায়ুর নিয়ন্ত্রকসমূহ- প্রধানত চারটি কারণে পশ্চিমবঙ্গে জলবায়ুর পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন-
- (১)সমুদ্রের নৈকট্য
- (২) ভূমির উচ্চতা
- (৩) মৌসুমী বায়ুর প্রভাব
- (৪) কর্কটক্রান্তি রেখার প্রভাব।
ঋতুবৈচিত্র্য-
পশ্চিমবঙ্গের জলবায়ুকে চারটি ঋতুতে ভাগ করেছেন, যথা- (ক) গ্রীষ্মকাল (খ) বর্ষাকাল (গ) শরৎকাল এবং (ঘ) শীতকাল