ইউনাইটেড কিংডম
ইউনাইটেড কিংডম
- গ্রেট ব্রিটেন ও নর্দান আয়ারল্যান্ডকে যৌথভাবে ইউনাইটেড কিংডম বলা হয়। ইউনাইটেড কিংডমের মধ্যে আছে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলেস।
- রাজধানী হল লন্ডন এবং বিনিময় মুদ্রা হল পাউন্ড স্টারলিং।
- ঠান্ডা সামুদ্রিক আবহাওয়া মূলত মৃদু এবং সমানুপাতিক বৃষ্টিপাত যুক্ত।
- প্রধান ভাষা হল ইংরেজি এবং প্রধান ধর্ম হল খ্রিস্টধর্ম।
- প্রধান শহরগুলি হল লন্ডন, গ্লাসকো, লিভারপুল, ব্র্যাডফোর্ড, ম্যানচেস্টার ইত্যাদি।
- সবচেয়ে উল্লেখযোগ্য মৎস্যশিকারের স্থান হল ডগার ব্যাংক।
- এটি বিশ্বের অন্যতম শিল্প সমৃদ্ধ দেশ যদিও এখানে কাঁচামালের অভাব আছে। এটি পেট্রোলিয়ামের ব্যাপারে স্বয়ং সম্পূর্ণ।