উত্তর চব্বিশ পরগনা
রাজ্যের সবচেয়ে জনবহুল জেলাটি জনসংখ্যার নিরিখে দেশের দ্বিতীয়। মহারাষ্ট্রের থানের পরেই (দেশে মোট ৬৪০টি জেলা আছে)
অবস্থান- ২২°১১`৬``- ২৩°১৫`২`` উত্তর অক্ষাংশ ৮৮°২০`- ৮৯°৫` পূর্ব দ্রাঘিমাংশ।
সদর দপ্তর- বারাসাত
সাব ডিভিশনঃ ব্যারাকপুর, বারাসাত সদর, বসিরহাট, বনগাঁ ও বিধাননগর,
থানা- ৩৫,
শহরাঞ্চল- ৪৮ (২৭টি মিউনিসিপ্যালিটি, ২০টি সেন্সাস টাউন, একটি ক্যান্টনমেন্ট)
গ্রাম- ১,৫৯৯,
আয়তন- ৪,০৯৮ বর্গকিমি,
জনসংখ্যা- ১,০০,৮২,৮৫২।
জনসংখ্যার ঘনত্ব- ২,৪৬৩ (প্রতি বর্গ কিমিতে),
শহরবাসী (শতাংশ)- ৫৮.৩০,
সাক্ষরতা (শতাংশ)- ৮৪.৯৫,
পুরুষ- ৮৮.৬৬, মহিলা- ৮১.০৫,
লিঙ্গ হার (প্রতি ১০০০ পুরুষে মহিলা)- ৯৪৭
অর্থনীতি-
জেলায় ধান, পাট, আখ, পান, তামাক ও নানান শাকসবজির চাষ হয়। আমন, আউশ ও বোরো এই তিন ধরনের ধান চাষ হয় এই জেলায়। ২৪-পরগণা রাজ্যের অন্যতম শিল্পোন্নত জেলা। এই জেলাতে চালু কারখানার সংখ্যা সবচেয়ে বেশি। হুগলী নদীর পূড়্রব পাড়ে নৈহাটি, জগদ্দল, টিটাগড়, বজবজ প্রভৃতি জায়গায় পাট, কাপড়, কাগজ, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি শিল্পের কারখানা রয়েছে। জেলার নানা জায়গায় ছড়িয়ে থাকা ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকাও জেলার সার্বিক অর্থনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ।