প্লেট টেকটোনিকস্ (Plate Tectonics)
- এই তত্ত্ব প্লেট-আকৃতির পাথরে কাঠামোর চলমান অবস্থার কথা বলে। শুধু যে মহাদেশই চলমান অবস্থায় থাকে তাই নয়, মহাসাগরও চলমান অবস্থায় থাকে।
- এই প্লেটগুলির গড় দূরত্ব ১০০ কিমি এবং এরা পিঠে মহাদেশ ও মহাসাগর গুলিকে বহন করে অ্যাসথেনোস্ফিয়ারের উপর ভেসে চলে।
- পৃথিবীর অভ্যন্তরের তাপপ্রবাহের জন্য প্লেটগুলি বিভিন্ন দিকে ধাবিত হয়। বর্তমান মহাদেশ ও মহাসাগরের বিভক্তির জন্য এই প্লেটগুলির গতিই দায়ী। যে অঞ্চলে আশপাশের প্লেটগুলি একে অপরের থেকে দূরে সরে যায় তাকে বলা হয়-ডাইভারজেন্ট অথবা কনস্ট্রাকটিভ মার্জিন। এই মার্জিনগুলি মধ্যমহাসাগরীয় রিজ (Risge) অঞ্চলে দেখা যায় সেখানে যেখানে বিপরীত দিক থেকে আসা প্লেটগুলি একে অপরের সঙ্গে মিলিত হয় তাকে বলে কনভারজেন্ট অথবা ডেসট্রাক্টিভ মার্জিন। এখানে হয় প্লেটগুলি অ্যাসথেনোস্ফিয়ারে ডুবে যায় না হলে মুড়ে গিয়ে মেরিনট্রেন্স বা ফোল্ড মাউন্টেনস্-এর আকার ধারণ করে।