আফ্রিকা
আফ্রিকা
- এই মহাদেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও দ্বিতীয় সবচেয়ে জনবহুল মহাদেশ। এটি উত্তর-পশ্চিমে ভূমধ্যসাগর, উত্তরে লোহিত সাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে আরব সাগ্র ও পশ্চিমে আটলান্টিক সাগর দ্বারা বেষ্টিত। এতে ৫৬টি দেশ আছে। সুদান থেকে আলাদা হয়ে দক্ষিণ সুদান ২০১১ সালে নতুন দেশ হয়েছে।
- এর সবচেয়ে উত্তর সীমান্ত হল কেপ ব্লাংক (টিউনিশিয়াতে) এবং সবচেয়ে দক্ষিণ সীমান্ত হল কেপ আগুলহাস (দক্ষিণ আফ্রিকাতে)।
- উচ্চতম জায়গা হল মাউন্ট কিলিমাঞ্জারো (৫৮৯৫ মিটার) যা তানজানিয়াতে অবস্থিত এবং নিম্নতম স্থান হল লেক আসাল (সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫৩ মিটার নীচে)।
- গুরুত্বপূর্ণ পর্বতমালা হল আহাজ্ঞার, আটলাস, ড্রাকেনসবার্গ, টিবেটসী ইত্যাদি
- গুরুত্বপূর্ণ মরুভূমিগুলি হল সাহারা, কালাহারি এবং নামিব মরুভূমি। সাহারা মরুভূমি হল বিশ্বের সবচেয়ে বড়ো মরুভূমি।
- গুরুত্বপূর্ণ নদীগুলি হল নীল, জাইরে, নিপার ও জাম্বেসি। নীলনদ হল বিশ্বের দীর্ঘতম নদী।
- গুরুত্বপূর্ণ বাঁধগুলি হল নীলনদের উপর আসওয়ান বাঁধ এবং জাম্বেসি নদীর উপর কারিবা বাঁধ।
- গুরুত্বপূর্ণ জলপ্রপাতগুলি হল জাম্বেসি নদীর উপর ভিক্টোরিয়া ফল্স্ এবং জাইরে নদীর উপর বোয়োমো ফল্স্।
- আয়তন- ৩০,২২১,৪৩২ বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত যা বিশ্বের মোট স্থলভাগের ২০.৪%।
- জনসংখ্যা- ১ বিলিয়নের বেশি যা বিশ্বের মোট জনসংখ্যার ১৪.৭২%।
- জলবায়ু-যেহেতু পুরো আফ্রিকা মহাদেশ উষ্ণমণ্ডলে অবস্থিত তাই এর আভাওয়া প্রধানত নিরক্ষীয় প্রকৃতির ও ক্রান্তীবৃত্তীয় প্রকৃতির।
- আফ্রিকায় নানা ভাষায় কথা বলা হয়। বেশিরভাগ লোকের ভাষা হল আরবি। অন্যান্য ভাষাগুলি হল স্বাহিলি, বান্টু, জুলু, ইংরেজি ইত্যাদি।
- বৃহত্তম লেক হল লেক ভিক্টোরিয়া, লেক টাঙ্গানাইকা ও লেক নাসা। ভিক্টোরিয়া থেকে নীলনদের সৃষ্টি হয়েছে।
- বড়ো থেকে ছোটো এইভাবে সাজালে চারটি সবচেয়ে বড়ো দেশ হল সুদান, আলজেরিয়া, জাইরে এবং লিবিয়া।
- বেশি থেকে কম এইভাবে সাজালে চারটি সবচেয়ে জনসংখ্যা সমৃদ্ধ দেশ হল নাইজেরিয়া, মিশর, ইথিওপিয়া ও জাইরে।
- যে তিনটি বিন্দুতে আফ্রিকা ইউরাশিয়াকে প্রায় স্পর্শ করেছে সেগুলি হল জিব্রালটার, সুয়েজ ও বাব-আল-মানডেব।
- গুরুত্বপূর্ণ উপজাতিগুলি হল বানটুস, বারবার, হাউসাস, মাসাই, পিগমি, হোটেনটোটস্, বুশম্যান, টুয়ারেগ, কিকুয়ু ইত্যাদি।