জলপাইগুড়ি
- অবস্থান- ২৬°১৬`- ২৭°০` উত্তর অক্ষাংশ ৮৮°৪`-৮৯°৫৩` পূর্ব দ্রাঘিমাংশ।
- সদর দপ্তরঃ জলপাইগুড়ি।
- সাব ডিভিশন- তিনটি (জলপাইগুড়ি সদর, মালবাজার ও আলিপুরদুয়ার)।
- থানা- ১৬।
- শহরাঞ্চল- ১৭ (চারটি মিউনিসিপ্যালিটি, ১২টি সেন্সাস টাউন ছাড়াও আলিপুরদুয়ার শহর, রেল স্টেশন, শোভাগঞ্জ, চেচাখাটা ও পশ্চিম জিৎপুর নিয়ে গড়ে উঠেছে শহরাঞ্চল)।
- আয়তন- ৬,২২৭ বর্গকিমি।
- জনসংখ্যা- ৩৮,৬৯,৬৭৫।
- জনসংখ্যা ঘনত্ব- ৬২১ (প্রতি বর্গকিমিতে)।
- শহরবাসী (শতাংশ)- ১৭.৮৪।
- সাক্ষরতা (শতাংশ)- ৬৬.৫৫।
- পুরুষ- ৮০.৬১। মহিলা- ৬৬.৬৫।
পর্যটন-
জলপাইগুড়িতে চা, কাঠ ও পর্যটনের ভূমি বললে ভুল হবে না। বিস্তৃত চা বাগান, অসংখ্য নদী, হিমালয়ের পাদদেশে ডুয়ার্স, অরণ্য, অভয়ারণ্য নিয়ে অসাধারণ নিসর্গের দেশ জলপাইগুড়ি।
জেলার উত্তর সীমানায় ভুটান। আর এই সীমানাকেই বলা হয় ডুয়ার্স, অর্থাৎ ভুটানে প্রবেশের দুয়ার। ডুয়ার্সের খরস্রোতা অগভীর নদীগুলি চারপাশের সবুজের মধ্যে এক অসাধারণ অভিজ্ঞতা। গরুমারা, জলদাপাড়া, চাপরামারি প্রভৃতি অভয়ারণ্যের পাশাপাশি রয়েছে বক্সারের বক্সা বাঘ সংরক্ষণ অরণ্য। রয়েছে চালসা, রূপং উপত্যকা, জয়ন্তী মূর্তি, সানতাল খোলা, মংপং-এর প্রাকৃতিক বৈভব। ইতিহাসে আগ্রহীদের জন্য রয়েছে প্রাচীন জল্পেশ্বর ও জটিলেশ্বর মন্দির বক্সা দূর্গ। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে এই বক্সা দুর্গে বন্দি করে রাখা হয়েছিল বিদ্রোহীদের।
নির্বাচিত প্রতিনিধি-
- লোকসভার আসনঃ ২ (জলপাইগুড়ি, আলিপুরদুয়ার)।
- বিধানসভার আসনঃ ১২।
- গ্রাম পঞ্চায়েতঃ ১,৬৮০।
- আসন সংখ্যাঃ ১,৯৭৬।
- পঞ্চায়েত সমিতির আসন সংখ্যাঃ ৩৯৬।
- জেলা পরিষদঃ ১।
- আসন সংখ্যাঃ ৩৪।