হাওড়া
অবস্থান- ২২°৪৮' - ২২°১২' উত্তর অক্ষাংশ ৮৮°২৩' - ৮৭°৫০' পূর্ব দ্রাঘিমাংশ
সদর দপ্তর- হাওড়া।
সাব ডিভিশন- হাওড়া সদর ও উলুবেড়িয়া।
থানা- ১১।
শহরাঞ্চল- ৫৩ (একটি মিউনিসিপ্যাল কর্পোরেশন, দুটি মিউনিসিপ্যালিটি, ৫০টি সেন্সাস টাউন)
আয়তন- ১,৪৬৭ বর্গ কিমি।
জনসংখ্যা- ৪৮,৪১,৬৩৮ ।
জনসংখ্যার ঘনত্ব- ৩,৩০০ (প্রতি বর্গ কিমিতে)।
সাক্ষরতা (শতাংশ)- ৮৩.৮৫, পুরুষ- ৮৭.৬৯, মহিলা- ৭৯.৭৩।
নির্বাচিত প্রতিনিধি-
- লোকসভার আসন- ২ (হাওড়া, উলুবেড়িয়া। এছাড়া শ্রীরামপুর কেন্দ্রের মধ্যে দুটি বিধানসভা কেন্দ্র রয়েছে)।
- বিধানসভার আসন- ১৬।
- গ্রাম পঞ্চায়েত- ১,৭৯৭।
- আসন সংখ্যা- ২,১৪১।
- পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা- ৪৩৯।
- জেলা পরিষদ- ১।
- আসন সংখ্যা- ৩৬।