ভারতীয় দ্বীপ সমূহ
ভারতের দ্বীপসমূহ
ভারতের মোট উপকূলরেখা ৭৫১৬ কি. মি. দীর্ঘতম উপকূল গুজরাটে (অন্ধ্রপ্রদেশে দ্বিতীয় দীর্ঘতম) ভারতের দ্বীপপুঞ্জগুলি দু’ভাগে বিভক্ত।
আন্দামান ও নিকোবর বিভাগ
- আন্দামান হল ৫৫০টি দ্বীপ নিয়ে গঠিত, যেখানে মধ্য আন্দামান বৃহত্তম।
- উত্তর আন্দামানের স্যাডেল শৃঙ্গ (৭৩৭ মি.) উচ্চতম।
- নিকোবর ২২টি দ্বীপের সমষ্টি যেখানে গ্রেট নিকোবর হল বৃহত্তম। এদের বেশিরভাগই আগ্নেয়গিরির মতো চরিত্রের।
- গ্রেট নিকোবর দক্ষিণতম দ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে মাত্র ১৪৭ কিমি দূরে।
- আগ্নেয়গিরি দ্বীপপুঞ্জ- ব্যারেন এবং নরকোণ্ডাম দ্বীপপুঞ্জ। ব্যারেন ২০০ বছর সুপ্ত থাকার পর জেগে ওঠার অপেক্ষায়।
আরব সাগরের গোষ্ঠী
- আরব সাগরের প্রত্যেকটি দ্বীপই হল প্রবাল দ্বীপ। মোট ৩৬টি এরকম দ্বীপ আছে। উত্তরে লাক্ষাদ্বীপ ও দক্ষিণে মিনিকয়।
দ্রষ্টব্য:
- দশ ডিগ্রি চ্যানেক আন্দামান ও নিকোবরকে আলাদা করেছে।
- ডানকান প্যাসেজ দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে বিস্তৃত।
- নয় ডিগ্রি চ্যানেল কভারত্তি থেকে মিনিকয় দ্বীপপুঞ্জ আলাদা করেছে।
- আট ডিগ্রি চ্যানেল মিনিকয় দ্বীপপুঞ্জ (ভারত) এবং মালদ্বীপকে আলাদা করেছে।