কন্টিনেন্টাল ড্রিফ্ট থিয়োরি (Continental drift theory)
এই তত্ত্ব ১৯১৫ সালে অ্যালফ্রেড ওয়েগনার আবিষ্কার করেছিলেন। এই তত্ত্ব অনুযায়ী, মূল মহাদেশ যা পৃথিবীর সম্পূর্ণ স্থলভাগ নিয়ে গঠিত তা আসলে বর্তমান মহাদেশগুলিতে রূপান্তরের আগে বহু আনুভূমিক স্থানচ্যুতির মধ্য দিয়ে যায়।
এই তত্ত্ব অনুযায়ী, প্রায় ২৮০ মিলিয়ন বছর যগে পৃথিবীর সমস্ত স্থলভাগ মিলে একটিই বৃহৎ মহাদেশ গঠিত হয়েছিল যাকে বলা হত প্যাঞ্জিয়া, সম্পূর্ণ জলভাগ মিলে পানথানাসিয়া নামে ডাকা হত।
প্রথম এটি দুটি ভাগে ভাগ হয়-(১) উত্তর লাউরাসিয়া এবং (২) দক্ষিণ গন্ডোয়ানা ল্যান্ড যা টিথেস নামে একটি অগভীর সমুদ্র দ্বারা বিভাজিত ছিল। পরবর্তীকালে মহাদেশগুলির পুনর্বিভাজন হয়।
দ্রষ্টব্য- ক্ষেত্রের আয়তন হিসাবে মহাদেশগুলিকে সাজালে তা হবে নিম্নরূপ- এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়া।