কানাডা
কানাডা
- এটি এলাকা হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ।
- কানাডা ও আমেরিকার মধ্যে সীমানা তৈরি ক্রেছে ’৪৯ তম প্যারালাল’। যে কোনো দুটি দেশের মধ্যে এটি দীর্ঘতম সীমানা।
- কানাডার ১০টি রাজ্য ও তিনটি ফেডারেল টেরিটরি আছে।
- কানাডার রাজধানীর নাম ওটায়া।
- কানাডার সরকারি ভাষা হল ইংরেজি ও ফরাসি।
- কানাডার গুরুত্বপূর্ণ লেকগুলি হল উইনিপেগ, গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ ও রেইনডিয়ার।
- কানাডার বৃহত্তম প্রদেশ হল কুইবেক এবং সবচেয়ে জনবহুল প্রদেশ হল অন্টারিও।
- কানাডার বৃহত্তম রাজ্য হল টরেন্টো।
- কানাডা হল কাগজ ও কোমল মন্ডের (Pulp) সবচেয়ে বৃহত্তম উৎপাদক।
- কানাডার সাডবুরী খনি সিসা, জিংক ও রুপোর জন্য বিখ্যাত।
- এখানে মূলত টাইগা ও টুনড্রা ধরনের আবহাওয়া দেখা যায়। এখানকার উল্লেখযোগ্য শস্য হল গম।