ঝাড়গ্রাম
২০১৭ সালের ৪ এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে তৈরি হয় রাজ্যের ২২-তম জেলা ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম জেলার উত্তরে রয়েছে বেলপাহাড়ি, কোকরাঝোড়ের পাহাড়ি জঙ্গলে ঘেরা অঞ্চল আর দক্ষিণে বয়ে গেছে সুবর্ণরেখা নদী।
- অবস্থান- ২১°৫২`- ২২°৪৮` উত্তর অক্ষাংশ ৮৬°৩৪`- 87°20` পূর্ব দ্রাঘিমাংশ।
- সদর দপ্তরঃ ঝাড়গ্রাম শহর।
- সাব ডিভিশন- ঝাড়গ্রাম।
- থানা- ১০।
- শহরাঞ্চল- দুই।
- আয়তন- ৩,০৩৭.৬৪ বর্গ কিমি।
- জনসংখ্যা- ১১,৩৬,৬৪৮।
- জনসংখ্যার ঘনত্ব- ৩৭০ (প্রতি বর্গ কিমিতে)।
- শহরবাসী (শতাংশ)- ৩.৪৮।
- সাক্ষরতা (শতাংশ)- ৭০.৯২।
জেলার প্রধান নদীগুলি হল কংসাবতী (কাঁসাই), তারাফেনি, সুবর্ণরেখা ও দুলং। এছাড়াও বহু ছোট ছোট শাখা ও উপনদী রয়েছে জেলা জুড়ে। আদিবাসী সংস্কৃতির জন্য বিখ্যাত ঝাড়গ্রাম। জেলার প্রধান আদিবাসী নৃত্যগুলি হল চুয়াং, ছাং, ছৌ, ডংত্রে, ঝুমুর, পাল্টা, রণপা, সহরুল, টুসু, ভাদু ইত্যাদি।