পাকিস্থান
পাকিস্থান
- পাকিস্থানের রাজধানী হল ইসলামাবাদ এবং বিনিময় মুদ্রা হল রুপি।
- প্রধান নদীগুলি হল ইন্দাস, চেনাব, রবি ও সতলুজ।
- ইসলাম হল প্রধান ধর্ম।
- প্রধান শহরগুলি হল ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, মুলতান, করাচি।
- পাকিস্থানের প্রধান ভৌগোলিক অঞ্চল হলঃ একটি উষর মালভূমি যা পশ্চিমে আছে, পর্বত ও প্রায় উষর উপত্যকা যা পূর্বে আছে, এবং উত্তরে থাকা সুউচ্চ পর্বতমালা (হিমালয়, হিন্দুকুশ ও কারাকোরাম)।