দক্ষিণ দিনাজপুর
- অবস্থান- ২৬°৩৫`১৫``- ২৫°১০`৫৫`` উত্তর অক্ষাংশ, ৮৯°০০`৩০``- ৮৭°৪৮`৩৭`` পূর্ব দ্রাঘিমাংশ
- সদর দপ্তর- বালুরঘাট,
- সাব ডিভিশনঃ বালুরঘাট ও গঙ্গারামপুর।
- থানা- ৮টি।
- শহরাঞ্চল- দুই (দুটিই মিউনিসিপ্যালিটি)
- গ্রাম- ২,৩১৭।
- আয়তন- ২,২১৯ বর্গকিমি।
- জনসংখ্যা- ১৬,৭০,৯৩১।
- জনসংখ্যার ঘনত্ব- ৭৫৩ (প্রতি বর্গকিমিতে)।
- শহরবাসী (শতাংশ)- ১৩.১০।
- সাক্ষরতা (শতাংশ)- ৭৩.৮৬।
- পুরুষ- ৭৯.৬৩। মহিলা- ৬৭.৮১