logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভূগোল চর্চা

ভূগোল বিশ্বের সৃষ্টিতত্ত্ব সৌরজগৎ
গ্রহসমূহ
গ্রহসমূহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো সৌরজগতের কিছু তথ্য
পৃথিবী পৃথিবীর গতি অক্ষরেখা দ্রাঘিমা রেখা আন্তর্জাতিক সময় ও তারিখ গ্রহণ জোয়ারভাটা পৃথিবীর আভ্যন্তরীণ গঠন পৃথিবীর গঠন কন্টিনেন্টাল ড্রিফ্‌ট থিয়োরি প্লেট টেকটোনিকস্‌ লিথোস্ফিয়ার প্রস্তর ভূমিকম্প আগ্নেয়গিরি পর্বতের শ্রেনি বিভাগ বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের স্তর ভূমণ্ডলীয় বায়ুচাপ বেষ্টনীযুক্ত অঞ্চল বায়ুপ্রবাহ সাইক্লোন ও অ্যান্টি সাইক্লোন ঘনীভবন ও অন্যান্য সম্পর্কিত বিষয় জলবায়ু বারিমন্ডল প্রবাল প্রাচীর সামুদ্রিক ঢেউ প্রধান নদীসমূহ প্রধান হ্রদসমূহ দ্বীপসমূহ মহাসাগর ও সাগর ও উপসাগর বিশ্বের প্রধান মালভূমি বিশ্বের প্রধান উপদ্বীপ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী নদীকেন্দ্রিক শহর বিশ্বের বিখ্যাত শিল্প সমৃদ্ধ দেশ বিশ্বের ভৌগলিক পদবি বিশ্বের বিখ্যাত উপজাতি বিশ্বের বিখ্যাত দ্রষ্টব্য স্থান বিশ্বের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম
মহাদেশ ও দেশ সম্পর্কিত তথ্য
এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া আন্টার্কটিকা

ভারতবর্ষ

ভারতীয় ভূগোল ভূ-প্রকৃতি পর্বতসমূহ ভারতীয় দ্বীপ সমূহ ভারতীয় নদ-নদী ভারতীয় জলবায়ু ভারতীয় মৃত্তিকা জাতীয় উদ্যান ও অভয়ারণ্য জীবমণ্ডল সংরক্ষণ কেন্দ্র ব্যাঘ্র প্রকল্প ভারতীয় কৃষিকার্য ভারতের খনিজসম্পদ তৈল শোধনাগার ভারতের শিল্পসমূহ নদীবাঁধ প্রকল্প
ভারতীয় পরিবহন পদ্ধতি
রেলওয়ে সড়ক পরিবহন আকাশপথ পরিবহন জলপথ পরিবহন
গুরুত্বপূর্ণ স্থানের ডাকনাম নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর ভারতের বিখ্যাত শৈল শহর ভারতের উপজাতি সমূহ ভারতের শিল্প শহর বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম ভারতের গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ ভারতীয় অঙ্গরাজ্য ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল

পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি পশ্চিমবঙ্গের নদ-নদী পশ্চিমবঙ্গের জলবায়ু পশ্চিমবঙ্গের মাটি পশ্চিমবঙ্গের খনিজদ্রব্য পশ্চিমবঙ্গের শিল্প

পশ্চিমবঙ্গের জেলা সমূহ

সংক্ষিপ্ত বিবরণ আলিপুরদুয়ার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কলকাতা কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি ঝাড়গ্রাম দার্জিলিং নদীয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মালদা মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলী

পৃথিবীর অভ্যন্তরীণ গঠন (Internal Structure of Earth)


ভূত্বক (The Crust)

  • এটি পৃথিবীর সবচেয়ে বাইরের ও সবচেয়ে পাতলা আবরণ যা ৮ থেকে ৪০ কিমি পুরু। এই আব্রণ পুরুত্বে ও গঠনে জায়গা বিশেষে পরিবর্তনশীল-সমুদ্রের নীচে কোনো কোনো জায়গায় এটি মাত্র ৫ কিমি পুরু হয় আবার পর্বতমালা বৃত্তে এটি ৭০ কিমি পর্যন্ত পুরু হতে পারে।
  • এটি দুটি স্তরে গঠিত হয়- উপরিভাগের পাতলা আস্তরণ যাকে সিয়াল (সিলিকেট+অ্যালুমিনিয়াম) বলে এবং নীচের ঘন আস্তরণ যাকে বলা হয় সিমা (সিলিকেট+ম্যাগনেসিয়াম) এই স্তরের গড় ঘনত্ব হল ৩ গ্রাম/সিসি।

ভূ-ত্বক ও ভূ-মজ্জার মধ্যবর্তী অংশ (The Mantle)

  • এই স্তর ২৯০০ কিমি পর্যন্ত গভীর হয়।
  • এটি দুটি অংশে তৈরি-উপরে ম্যান্টল বা অ্যাসথেনোস্ফিয়ার (প্রায় ৫০০ কিমি পর্যন্ত) এবং নিম্ন ম্যান্টল। অ্যাসথেনোস্ফিয়ার একটি অর্ধগলিত নমনীয় অবস্থা এবং এটা মনে করা হয় যে এটি লিথোস্ফিয়ার-এর মধ্যে দিয়ে যেতে সাহায্য করে। অ্যাসথেনোস্ফিয়ার-এর মধ্যে ভূকম্প স্পন্দনের গতি অনেক কমে যায় (কম গতি অঞ্চল)। ক্রাস্ট ও ম্যান্টলের বিভাজন রেখাকে বলা হয় মহোভোরিকিক ডিসকন্টিনিউয়িটি।

কোর (Core)

  • ২৯০০ কিমির বেশি গভীরে পৃথিবীর অন্তরতম অংশ।
  • বাহ্যিক কোর ২১০০ কিমি পুরু এবং অত্যধিক উত্তাপের জন্য গলিত অবস্থায় থাকে।
  • অন্তর-কোর হল ১৩৭০ কিমি পুরু এবং অত্যধিক উত্তাপ ও চাপের যুগলবন্দীর কারণে নমনীয় অবস্থায় রয়েছে। এটি আয়রন ও নিকেল দিয়ে তৈরি ও পৃথিবীর চৌম্বকত্বের জন্য দায়ী। এই স্তরের মাধ্যাকর্ষণ শক্তি অত্যন্ত প্রবল।
  • এই স্তরের তাপমাত্রা ২২০০° সেঃ ও ২৭৫০° সেঃ-এর মধ্যে থাকে।
  • ম্যান্টল ও কোরের বিভাজনরেখাকে বলা হয় গুটেনবার্গ-উইচার্ট ডিসকন্টিনিউয়িটি।

দ্রষ্টব্য- পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা-প্রথম ১০০ কিমিতে, প্রতি কিমিতে ১২° সেঃ হিসাবে; পরের ৩০০ কিমিতে প্রতি কিমিতে ২° সেঃ হিসাবে এবং তারপর থেকে প্রতি কিমিতে ১° সেঃ হিসাবে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে।