ভারতীয় জলবায়ু
ভারতের জলবায়ু (The Climate of India)
- ভারত মৌসুমি জলবায়ুর দেশ। এখানে হিমালয়ের অবস্থান বিশেষ প্রভাব ফেলেছে। কারণ এর ফলে মধ্য এশিয়ার খুব ঠাণ্ডা বাতাস উত্তর দিক দিয়ে প্রবেশ করতে পারে না।
- কর্কট ক্রান্তিরেখা ভারতকে প্রায় সমান দুটি জলবায়ু অঞ্চলে বিভক্ত করেছে-উত্তর অঞ্চল ও দক্ষিণ অঞ্চল। উত্তর অঞ্চলে ঠাণ্ডা শীত ঋতু এবং গরম গ্রীষ্ম ঋতু দেখা যায়। দক্ষিণাঞ্চলে উত্তরের থেকেও বেশি গরম দেখা যায় কিন্তু এখানে শীতটা পরিষ্কার ভাবে বোঝা যায় না।
- উত্তরাঞ্চলে সূর্য মধ্যাহ্নে উল্লম্বভাবে বছরের কোনো সময় কিরণ দেয় না। দক্ষিণাঞ্চলে মধ্যাহ্নে সূর্য কমপক্ষে বছরে দুবার উল্লম্বভাবে কিরণ দেয়।