প্রস্তর (Rock)
যে-কোনো বস্তুর ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমষ্টি যা পৃথিবীর আবরণ গঠন করে তাকেই প্রস্তর বলা হয়।
প্রধান তিন ধরণের প্রস্তর দেখা যায়-
ইগনিয়াস রক (আগ্নেয়গিরি দ্বারা পৃষ্ঠ প্রস্তর)
- পৃথিবীর অভ্যন্তরে গলিত লাভা কঠিনীভবনের দ্বারা তৈরি হয়।
- তিন ধরণের প্রস্তরের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় (৯৫%)।
- এগুলি স্তরে স্তরে থাকে না। বেশিরভাগই স্ফটিকের মতো অবস্থায় থাকে এবং এদের মধ্যে কোনো জীবাশ্ম থাকে না।
- অন্যান্য প্রস্তর এইসব প্রস্তর থেকে উৎপন্ন হয় তাই একে মৌলিক বা প্রধান প্রস্তর বলা হয়।
এগুলিকে নিম্নোক্ত কারণগুলি অনুসারে ভাগ করা হয়-
১। ঘটনার ধরণের ভিত্তিতে-
ইন্ট্রাসিভ ইগনিয়াস রক (Intrusive Igneous Rock)- পৃথিবীর উপরিভাগের নীচে লাভার কঠিনীভবনের দ্বারা সৃষ্টি হয়। এরা আবার দুভাগে বিভক্তঃ- প্লুটোনিক ও হাইপাবাইসাল রক। প্লুটোনিক রক পৃথিবীর গভীর অংশে শীতল হয়, যেম্ন-গ্রানাইট। হাইপাবাইসাল রক পৃথিবীর পৃষ্ঠতলের নীচে শীতল হয়, যেমন-ব্যাথোলিথ, ল্যাকোলিথ, ফাকোলিথ, সিল, ডাইক ইত্যাদি।
এক্সট্রুসিভ ইগনিয়াস রক (Extrusive Igneous Rock)- পৃথিবীর অভ্যন্তরের গরম ও গলিত লাভা শীতল ও কঠিন হয়ে এটি তৈরি হয়, যেমন-ব্যাসাল্ট, গ্রাব্রো ইত্যাদি।
২। ভিতরে থাকা সিলিকার ভিত্তিতে-
অ্যাসিডিক ইগনিয়াস রক যাতে বেশি সিলিকা আছে, যেমন-গ্রানাইট। বেসিক ইগ্নিয়াস রক যাতে কম সিলিকা আছে, যেমন-গাব্রো।
সেডিমেন্টারি রক বা পাললিক শিলা
- ইগনিয়াস রকের আবহাওয়ার দ্বারা বিকৃত অবশেষ দ্বারা তৈরি হয়। এর মধ্যে গাছপালা ও প্রাণীর জীবাশ্ম থাকে।
- এটি ভূত্বকের মাত্র ৫% গঠন করে কিন্তু মোট স্থলভূমির প্রায় ৭৫% জুড়ে বিস্তৃত।
- কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের সম্পদ সম্পদ সেডিমেন্টারি রকের স্তরেই সংরক্ষিত থাকে।
- স্তরের জন্য একে স্ট্র্যাটিফায়েড রক-ও বলা হয়।
- মূলত তিনটি ভাগে ভাগ করা যায়-
১। যান্ত্রিকভাবে গঠিত- পূর্বে গঠিত প্রস্তরের পৃষ্ঠদেশ ভেঙে জল, বায়ু বা বরফ দ্বারা স্থানান্তরিত হয়ে এই প্রস্থর গঠিত হয় যাকে ক্লাসিক সেডিমেন্টারি রক বলা হয়।
২। জৈবিক ভাবে গঠিত- গাছ বা প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি। গাছের ক্ষেত্রে যেমন-পিট, লিগনাইট, বিটুমিনাস কোল ইত্যাদি। প্রাণীর ক্ষেত্রে যেমন-চক, কোরাল ইত্যাদি।
৩। রাসায়নিক ভাবে তৈরি- যেমন-জিপসাম, সল্টরক ইত্যাদি।
মেটামরফিক রক বা রূপান্তরিত প্রস্তর
- কখনো-কখনো ইগনিয়াস বা সেডিমেন্টারি প্রস্তর প্রচন্ড চাপ, প্রবল তাপমাত্রা বা জলের প্রবাহ ও রাসায়নিকের প্রভাবে রূপান্তরিত হয়।
- বিভিন্ন প্রস্তর থেকে মেটামরফিক প্রস্তরে রূপান্তরের উদাহরণ-
মেটামরফিক রক | যা থেকে রূপান্তরিত হয়েছে |
---|---|
প্লেট | শেল, মুডেসটোন |
কোয়ার্টজাইট | স্যান্ডস্টোন |
নাইস | অ্যারানাইট |
মারবেল | লাইমস্টোন, ডোলমাইট, চক |
স্টিস্ট | শেল |
অ্যানফ্রাসাইট | কোল |