রাশিয়ান ফেডারেশন
রাশিয়ান ফেডারেশন
- এটি হল বিশ্বের বৃহত্তম দেশ এবং ইউরোপের বৃহত্তম জনসংখ্যা বিশিষ্ট দেশ।
- রাজধানী হল মস্কো এবং রুবল হল বিনিময় মুদ্রা।
- প্রধান ভাষা হল রুশ এবং প্রধান ধর্ম হল খ্রিস্টধর্ম, এছাড়া ইসলাম ও ইহুদি ধর্ম বর্তমান।
- প্রধান প্রাকৃতিক সম্পদ হল লৌহ আকরিক, সোনা (বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক), তেল, প্লাটিনাম, তামা, জিঙ্ক, টিন ইত্যাদি।
- অরণ্য ও মৎস্য ব্যাবসা অর্থনৈতিক ভিত্তিতে সুদৃঢ় করেছে।