logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভূগোল চর্চা

ভূগোল বিশ্বের সৃষ্টিতত্ত্ব সৌরজগৎ
গ্রহসমূহ
গ্রহসমূহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো সৌরজগতের কিছু তথ্য
পৃথিবী পৃথিবীর গতি অক্ষরেখা দ্রাঘিমা রেখা আন্তর্জাতিক সময় ও তারিখ গ্রহণ জোয়ারভাটা পৃথিবীর আভ্যন্তরীণ গঠন পৃথিবীর গঠন কন্টিনেন্টাল ড্রিফ্‌ট থিয়োরি প্লেট টেকটোনিকস্‌ লিথোস্ফিয়ার প্রস্তর ভূমিকম্প আগ্নেয়গিরি পর্বতের শ্রেনি বিভাগ বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের স্তর ভূমণ্ডলীয় বায়ুচাপ বেষ্টনীযুক্ত অঞ্চল বায়ুপ্রবাহ সাইক্লোন ও অ্যান্টি সাইক্লোন ঘনীভবন ও অন্যান্য সম্পর্কিত বিষয় জলবায়ু বারিমন্ডল প্রবাল প্রাচীর সামুদ্রিক ঢেউ প্রধান নদীসমূহ প্রধান হ্রদসমূহ দ্বীপসমূহ মহাসাগর ও সাগর ও উপসাগর বিশ্বের প্রধান মালভূমি বিশ্বের প্রধান উপদ্বীপ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী নদীকেন্দ্রিক শহর বিশ্বের বিখ্যাত শিল্প সমৃদ্ধ দেশ বিশ্বের ভৌগলিক পদবি বিশ্বের বিখ্যাত উপজাতি বিশ্বের বিখ্যাত দ্রষ্টব্য স্থান বিশ্বের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম
মহাদেশ ও দেশ সম্পর্কিত তথ্য
এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া আন্টার্কটিকা

ভারতবর্ষ

ভারতীয় ভূগোল ভূ-প্রকৃতি পর্বতসমূহ ভারতীয় দ্বীপ সমূহ ভারতীয় নদ-নদী ভারতীয় জলবায়ু ভারতীয় মৃত্তিকা জাতীয় উদ্যান ও অভয়ারণ্য জীবমণ্ডল সংরক্ষণ কেন্দ্র ব্যাঘ্র প্রকল্প ভারতীয় কৃষিকার্য ভারতের খনিজসম্পদ তৈল শোধনাগার ভারতের শিল্পসমূহ নদীবাঁধ প্রকল্প
ভারতীয় পরিবহন পদ্ধতি
রেলওয়ে সড়ক পরিবহন আকাশপথ পরিবহন জলপথ পরিবহন
গুরুত্বপূর্ণ স্থানের ডাকনাম নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর ভারতের বিখ্যাত শৈল শহর ভারতের উপজাতি সমূহ ভারতের শিল্প শহর বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম ভারতের গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ ভারতীয় অঙ্গরাজ্য ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল

পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি পশ্চিমবঙ্গের নদ-নদী পশ্চিমবঙ্গের জলবায়ু পশ্চিমবঙ্গের মাটি পশ্চিমবঙ্গের খনিজদ্রব্য পশ্চিমবঙ্গের শিল্প

পশ্চিমবঙ্গের জেলা সমূহ

সংক্ষিপ্ত বিবরণ আলিপুরদুয়ার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কলকাতা কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি ঝাড়গ্রাম দার্জিলিং নদীয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মালদা মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলী

সংক্ষিপ্ত বিবরণ


পৌরাণিক কাহিণী বর্ণিত বিভিন্ন চরিত্রে বঙ্গ দেশের নাম উল্লেখ রয়েছে। গঙ্গা নদীর ব-দ্বীপ অঞ্চলটি বঙ্গনামে পরিচিত। দ্বাদশ শতকে হিন্দু রাজারা বঙ্গ দেশ শাসন করত। বঙ্গদেশ একসময় গৌঢ় বঙ্গ ও পূর্ববঙ্গের ঢাকা সোনারগাঁও নামে পরিচিত ছিল। পলাশী যুদ্ধের পর বঙ্গদেশে অর্থাৎ কলকাতায় ইংরেজরা ভারত শাসন ব্যবস্থা সুদৃঢ় করে। ব্রিটিশ শাসনকালে বঙ্গ ভূমিতে বৃহৎ আন্দোলন দানা বাধায় ১৯০৫ খ্রিঃ বঙ্গভঙ্গ করেছিল ব্রিটিশ পার্লামেন্ট, ১৯৪৭ খ্রিঃ ১৫ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পূর্ব পাকিস্থান নামে পাকিস্থানে অংশ হিসাবে স্বাধীনতা পায়, পরে ১৯৭১খ্রিঃ স্বাধীন বাংলাদেশ নামে পৃথক রাষ্ট্রিয় মর্যাদা পায়। পশ্চিম অংশ পশ্চিমবঙ্গ নামে ভারতবর্ষে অঙ্গরাজ্যের অবস্থান নেয়। মানচিত্রের গঠন অনুযায়ী পশ্চিমবঙ্গকে বলা হয় ‘chicken’s Nack’

  • অবস্থান- অক্ষাংশ-দক্ষিণে ২১°৩৮`২৫`` উত্তর অক্ষরেখা, উত্তরে ২৭°১০`১৩`` উত্তর অক্ষরেখা

  • দ্রাঘিমা- পূর্বে ৮৯°৫০` পূর্ব দ্রাঘিমা রেখা, পশ্চিমে ৮৫°৫০` পূর্ব দ্রাঘিমা রেখা কর্কটক্রান্তি রেখাটি এরাজ্যের পুরুলিয়া আদ্রা, বাঁকুড়ার দুর্লভপুল বর্ধমানের আউশগ্রাম, রাজবাঁধ, গুসকরা, নদীয়ার কৃষ্ণনগর, ধুবুলিয়া উপদিয়ে বিস্তারিত।

  • বিস্তার- উত্তর দক্ষিণে ৬২৩ কিমি ও পূর্ব পশ্চিমে ৩২০ কিমি বিস্তারিত। মোট ক্ষেত্রফল ৮৮৭৫২ বর্গকিমি।

  • আয়তনে বিচারে ভারতের মোট আয়তনের ২.৭ শতাংশ অনুযায়ী ভারতে ১৩ তম রাজ্য।

  • পশ্চিমবঙ্গে সংকীর্ণতম অঞ্চল উত্তর দিনাজপুরের চোপড়া জেলা যার বিস্তার মাত্র ৭ কিমি (প্রায়)।

  • সীমা- পূর্বে বাংলাদেশ ও অসমরাজ্য, উত্তরে নেপাল, ভুটান ও সিকিম পশ্চিমে-বিহার, ঝাড়খন্ড ও ওড়িশা, দক্ষিণে-বঙ্গোপসাগর।


রাজ্যের সংক্ষিপ্ত পরিচয়

  • মোট জনসংখ্যা- ৯ কোটি ১২ লক্ষ ৭৬ হাজার ১১৫ জন (২০১১ আদম সুমারী অনুযায়ী)

  • রাজধানী- কলকাতা

  • জনঘণত্ব- ১০৩০ জন/বর্গকিমি

  • জেলার সংখ্যা- ২৩টি

  • প্রশাসনিক বিভাগ- ৫টি

  • প্রেসিডেন্সি বিভাগ- হাওড়া, কলকাতা, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা।

  • বর্ধমান বিভাগ- পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও হুগলী।

  • মালদা বিভাগ- মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ

  • জলপাইগুড়ি বিভাগ- বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।


প্রশাসনিক বিভাগ

  • পশ্চিমবঙ্গকে প্রশাসনিক দিক থেকে পাঁচটি বিভাগে ভাগ করা হয়- জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, মেদিনীপুর বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ ও বর্ধমান বিভাগ। রাজ্যের ১৯টি জেলা এই তিনটি বিভাগের আওতায় থাকে।

  • জলপাইগুড়ি বিভাগের আওতায় রয়েছে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পং জেলা।

  • প্রেসিডেন্সি বিভাগের আওতায় আছে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, নদীয়া জেলা।

  • বর্ধমান বিভাগের আওতায় আছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলী ও পুরুলিয়া।

  • মালদা বিভাগের মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ ও মালদা জেলা।

  • মেদিনীপুর বিভাগের মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলা।