সংক্ষিপ্ত বিবরণ
পৌরাণিক কাহিণী বর্ণিত বিভিন্ন চরিত্রে বঙ্গ দেশের নাম উল্লেখ রয়েছে। গঙ্গা নদীর ব-দ্বীপ অঞ্চলটি বঙ্গনামে পরিচিত। দ্বাদশ শতকে হিন্দু রাজারা বঙ্গ দেশ শাসন করত। বঙ্গদেশ একসময় গৌঢ় বঙ্গ ও পূর্ববঙ্গের ঢাকা সোনারগাঁও নামে পরিচিত ছিল। পলাশী যুদ্ধের পর বঙ্গদেশে অর্থাৎ কলকাতায় ইংরেজরা ভারত শাসন ব্যবস্থা সুদৃঢ় করে। ব্রিটিশ শাসনকালে বঙ্গ ভূমিতে বৃহৎ আন্দোলন দানা বাধায় ১৯০৫ খ্রিঃ বঙ্গভঙ্গ করেছিল ব্রিটিশ পার্লামেন্ট, ১৯৪৭ খ্রিঃ ১৫ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পূর্ব পাকিস্থান নামে পাকিস্থানে অংশ হিসাবে স্বাধীনতা পায়, পরে ১৯৭১খ্রিঃ স্বাধীন বাংলাদেশ নামে পৃথক রাষ্ট্রিয় মর্যাদা পায়। পশ্চিম অংশ পশ্চিমবঙ্গ নামে ভারতবর্ষে অঙ্গরাজ্যের অবস্থান নেয়। মানচিত্রের গঠন অনুযায়ী পশ্চিমবঙ্গকে বলা হয় ‘chicken’s Nack’
অবস্থান- অক্ষাংশ-দক্ষিণে ২১°৩৮`২৫`` উত্তর অক্ষরেখা, উত্তরে ২৭°১০`১৩`` উত্তর অক্ষরেখা
দ্রাঘিমা- পূর্বে ৮৯°৫০` পূর্ব দ্রাঘিমা রেখা, পশ্চিমে ৮৫°৫০` পূর্ব দ্রাঘিমা রেখা কর্কটক্রান্তি রেখাটি এরাজ্যের পুরুলিয়া আদ্রা, বাঁকুড়ার দুর্লভপুল বর্ধমানের আউশগ্রাম, রাজবাঁধ, গুসকরা, নদীয়ার কৃষ্ণনগর, ধুবুলিয়া উপদিয়ে বিস্তারিত।
বিস্তার- উত্তর দক্ষিণে ৬২৩ কিমি ও পূর্ব পশ্চিমে ৩২০ কিমি বিস্তারিত। মোট ক্ষেত্রফল ৮৮৭৫২ বর্গকিমি।
আয়তনে বিচারে ভারতের মোট আয়তনের ২.৭ শতাংশ অনুযায়ী ভারতে ১৩ তম রাজ্য।
পশ্চিমবঙ্গে সংকীর্ণতম অঞ্চল উত্তর দিনাজপুরের চোপড়া জেলা যার বিস্তার মাত্র ৭ কিমি (প্রায়)।
সীমা- পূর্বে বাংলাদেশ ও অসমরাজ্য, উত্তরে নেপাল, ভুটান ও সিকিম পশ্চিমে-বিহার, ঝাড়খন্ড ও ওড়িশা, দক্ষিণে-বঙ্গোপসাগর।
রাজ্যের সংক্ষিপ্ত পরিচয়
মোট জনসংখ্যা- ৯ কোটি ১২ লক্ষ ৭৬ হাজার ১১৫ জন (২০১১ আদম সুমারী অনুযায়ী)
রাজধানী- কলকাতা
জনঘণত্ব- ১০৩০ জন/বর্গকিমি
জেলার সংখ্যা- ২৩টি
প্রশাসনিক বিভাগ- ৫টি
প্রেসিডেন্সি বিভাগ- হাওড়া, কলকাতা, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা।
বর্ধমান বিভাগ- পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও হুগলী।
মালদা বিভাগ- মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ
জলপাইগুড়ি বিভাগ- বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।
প্রশাসনিক বিভাগ
পশ্চিমবঙ্গকে প্রশাসনিক দিক থেকে পাঁচটি বিভাগে ভাগ করা হয়- জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, মেদিনীপুর বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ ও বর্ধমান বিভাগ। রাজ্যের ১৯টি জেলা এই তিনটি বিভাগের আওতায় থাকে।
জলপাইগুড়ি বিভাগের আওতায় রয়েছে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পং জেলা।
প্রেসিডেন্সি বিভাগের আওতায় আছে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, নদীয়া জেলা।
বর্ধমান বিভাগের আওতায় আছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলী ও পুরুলিয়া।
মালদা বিভাগের মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ ও মালদা জেলা।
মেদিনীপুর বিভাগের মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলা।