পশ্চিম মেদিনীপুর
সদর দপ্তর- মেদিনীপুর শহর।
সাব ডিভিশন- মেদিনীপুর, খড়্গপুর, ঘাটাল।
থানা- ২১।
শহরাঞ্চল- ১২ (আটটি মিউনিসিপ্যালিটি, চারটি সেন্সাস টাউন)।
আয়তন- ৯৩৪৫ বর্গকিমি।
জনসংখ্যা- ৫৯,৪৩,৩০০।
জনসংখ্যার ঘনত্ব- ৬৪০ (প্রতি বর্গকিমিতে)
সাক্ষরতা (শতাংশ)- ৭৯.০৪ (পূর্ব ও পশ্চিম একত্রে), পুরুষ- ৮৬.৬৬, মহিলা- ৭১.১১।
নির্বাচিত প্রতিনিধি-
- লোকসভার আসনঃ ৩ (মেদিনীপুর, ঘাটাল, ঝাড়গ্রাম ছাড়াও আরামবাগ কেন্দ্রের মধ্যে একটি বিধানসভা কেন্দ্র রয়েছে)।
- বিধানসভার আসন- ১৮।
- গ্রাম পঞ্চায়েত- ৩,০৮৪।
- আসন সংখ্যা- ৩,৩০৯।
- পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা- ৭৫০।
- জেলা পরিষদ- ১।
- আসন সংখ্যা- ৬২।