চিন
চিন
- *. এটি বিশ্বের সবচেয়ে জনসংখ্যা সম্পন্ন দেশ এবং এলাকাগত ভাবে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ।
- *. রাজধানী বেজিং, বিনিময় মুদ্রা হল ইউনান। সরকারি ভাষা হল মান্দারিন। বিশ্বের সবচেয়ে বেশি মানুষ এই ভাষায় কথা বলে।
- *. প্রধান নদীগুলি হল ইয়াংসি, হোয়াং হো, সি জিয়াং ইত্যাদি।
- *. প্রধান শহরগুলি হল সাংঙ্ঘাই, বেজিং, তিয়ানজিন ও নানজিং।
- *. কুইনলিং পর্বত চিনকে উত্তর চিন ও দক্ষিণ চিনে বিভক্ত করেছে।
- *. চিন হল বিশ্বের সবচেয়ে চাল ও গম উৎপাদক দেশ।
- *. রাশিয়া ও চিনের সীমানা হল আমুর নদী।
- *. বেজিং থেকে নানজিং পর্যন্ত যে কৃত্রিম জলপথ আছে তার নাম গ্রাউন্ড ক্যানাল এবং তা বিশ্বের দীর্ঘতম কৃত্রিম জলপথ।