দক্ষিণ আমেরিকা
দক্ষিণ আমেরিকা
- এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাদেশ। আটলান্টিক মহাসাগরের পশ্চিমে অবস্থিত। পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে উত্তর আমেরিকা ও উত্তরে আন্টার্কটিকা। এর মধ্যে ১২টি দেশ রয়েছে।
- বিশ্বের সবচেয়ে বড়ো পর্বতমালা আন্দিজ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত।
- বিশ্বের বৃহত্তম নদী আমাজন দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে প্রবাহিত।
- বিশ্বের বৃহত্তম জলপ্রপাত অ্যাঞ্জেল ফল্স দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় ওরিনোকো নদীর উপর অবস্থিত।
- বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের সরোবর হল দক্ষিণ আমেরিকার বলিভিয়ার টিটিকাকা।
- প্রধান মরুভূমি জল চিলির আটাকামা ও আর্জেন্টিনার পাটাগোনিয়া।
- দক্ষিণ আমেরিকার সাভানা গ্রাসল্যান্ড হল লানোস ও ক্যামপোস।
- সিঙ্কোনা গাছ যা ম্যালেরিয়া রোগের চিকিৎসার ওষুধ হিসাবে ব্যবহার হয় তা দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়।
- বেশিরভাগ দেশের সরকারি ভাষা হল স্প্যানিশ, তবে ব্রাজিলের সরকারি ভাষা হল পোর্তুগিজ।
- বড়ো থেকে ছোটো এইভাবে সাজালে দেশগুলি হল ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, কলম্বিয়া ইত্যাদি।
- জনসংখ্যার ঘনত্ব বিচারে সাজালে দেশগুলি হল ব্রাজিল, কলম্বিয়া, আর্জেন্টিনা, পেরু ইত্যাদি।
- ট্রানস-আনডিয়েন রেলওয়ে বুয়েনস আইরেস ও ভালপারিসোর মধ্যে সংযোগ রক্ষা করেছে।
- দক্ষিণ আমেরিকার উচ্চতম শৃঙ্গ হল মাউন্ট আকোনকাগুয়া (৬৯৫৯ মিটার)।
- ফ্রান্সের রকেট উৎক্ষেপণ কেন্দ্র হল কৌরৌ যা ফ্রেঞ্চ গুয়ানায় অবস্থিত।
- বিশ্বের শুষ্কতম স্থান হল আটাকামা মরুভূমির আইকিক।