বাঁকুড়া
অবস্থান- ২২°৩৮` উত্তর অক্ষাংশ ৮৮°৩৬`- ৮৭°৪৭` পূর্ব দ্রাঘিমাংশ।
সদর দপ্তর- বাঁকুড়া।
সাব ডিভিশন- বাঁকুড়া সদর, খাটরা ও বিষ্ণুপুর।
থানা- ২১।
শহরাঞ্চল- পাঁচটি (তিনটি মিউনিসিপ্যালিটি, দুটি সেন্সাস টাউন)।
গ্রাম- ৫,১৮৭
আয়তন- ৬,৮৮২ বর্গ কিমি।
জনসংখ্যা- ৩৫,৯৬,২৯২।
জনসংখ্যার ঘনত্ব- ৫২৩ প্রতি বর্গকিমিতে।
শহরবাসী (শতাংশ)- ৭.৩৭।
সাক্ষরতা (শতাংশ)- ৭০.৯৫।
পুরুষ- ৮১.০০, মহিলা- ৬০.৪৪।
ছাতনা বড়ু চন্ডীদাসের স্মৃতি বিজড়িত। এখানে প্রথম বাশুলি মন্দিরটি তৈরি হয় ১৫৫৩ সালে আর শেষ বাশুলি মন্দিরটি তৈরি হয় ১৮৭১-৭৩ সালে। পাঁচমুড়া গ্রামে বাঁকুড়ার মাটির ঘোড়া পাওয়া যায়।
বিষ্ণুপুরে আছে ‘দল মাল’ (দলমাদল) কামান। কথিত আছে শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্ত রাজার রাজধানীতে বর্গী হানা ঠেকাতে এই কামান দেগেছিলেন।
নির্বাচিত প্রতিনিধি-
- লোকসভার আসনঃ ২ (বাঁকুড়া, বিষ্ণুপুর)।
- বিধানসভার আসনঃ ১২।
- গ্রামপঞ্চায়েতঃ ১,৮৬৯।
- আসন সংখ্যাঃ ২,১৭৯।
- পঞ্চায়েত সমিতির আসনসংখ্যাঃ ৪৯৬।
- জেলা পরিষদঃ ১।
- আসন সংখ্যাঃ ৪৩।