মালদা
অবস্থান- ২৪°৪০`২০``- ২৫°৩২`০৮`` উত্তর অক্ষাংশ, ৮৮°২৮`১০``- ৮৭°৪৫`৫০`` পূর্ব দ্রাঘিমাংশ
সাব ডিভিশন- চাঁচল ও মালদা।
থানা- ১১।
শহরাঞ্চল- পাঁচটি (দুটি মিউনিসিপ্যালিটি, তিনটি সেন্সাস টাউন)।
গ্রাম- ৩,৭০১।
আয়তন- ৩,৭৩৩ বর্গকিমি।
জনসংখ্যা- ৩৯,৯৭,৯৭০।
জনসংখ্যার ঘনত্ব- ১,০৭১ (প্রতি বর্গ কিমিতে)
সাক্ষরতা (শতাংশ)- ৬২.৭১।
পুরুষ- ৬৭.২৭।
মহিলা- ৫৭.৮৪।
আরও কিছু তথ্য-
মালদায় হিন্দু বাঙালি, মৈথিলি ব্রাহ্মণ, জৈন আগরওয়াল ও হিন্দু মাহেশ্বরী শ্রেণির কিছু মাড়োয়ারি, বাদিয়া মুসলমান ইত্যাদি ও বহু আদিবাসী রয়েছে। আদিবাসীদের মধ্যে সাঁওতাল, রাজবংশী, কোচ, মুন্ডা, ওরাঁ প্রধান। মৈথিলি ব্রাহ্মনেরা হিন্দি ও বাংলার এক মিশ্র ভাষায় কথা বলে। মালদা জেলায় প্রধানত বাংলা ভাষার চল থাকলেও এই ভাষায় উপভাষাগত চরিত্র রয়েছে।
নির্বাচিত প্রতিনিধি-
- লোকসভার আসন-২।
- বিধানসভার আসন- ১২।
- গ্রাম পঞ্চায়েত- ১,৪৬৮।
- আসন সংখ্যা-১,৮৮৯।
- পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা-৪০৮।
- জেলা পরিষদ- ১।
- আসন সংখ্যা- ৩৪।