গুরুত্বপূর্ণ স্থানের ডাকনাম
ভারতের গুরুত্বপূর্ণ স্থানগুলির ডাকনাম-
নং | ডাকনাম | স্থান |
---|---|---|
১ | স্বর্ণ শহর (গোল্ডেন সিটি) | অমৃতসর |
২ | ভারতের ম্যাঞ্চেস্টার | আমেদাবাদ |
৩ | সপ্তদ্বীপের শহর | মুম্বাই |
৪ | আরব সাগরের রানি | কোচিন |
৫ | মহাকাশ শহর | বেঙ্গালুরু |
৬ | ভারতের উদ্যান নগরী | বেঙ্গালুরু |
৭ | ভারতের সিলিকন ভ্যালী | বেঙ্গালুরু |
৮ | ভারতের ইলেকট্রনিক শহর | বেঙ্গালুরু |
৯ | গোলাপি শহর | জয়পুর |
১০ | ভারতের প্রবেশদ্বার | মুম্বাই |
১১ | যমজ শহর | হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ |
১২ | উৎসবের শহর | মাদুরাই |
১৩ | দাক্ষিণাত্যের রানি | পুনে |
১৪ | অট্টালিকা শহর | কলকাতা |
১৫ | দক্ষিণের গঙ্গা | গোদাবরী |
১৬ | পুরাতন গঙ্গা | গোদাবরী |
১৭ | এশিয়ার ডিমের পাত্র | অন্ধ্রপ্রদেশ |
১৮ | সোয়া অঞ্চল | মধ্যপ্রদেশ |
১৯ | দক্ষিণের ম্যাঞ্চেস্টার | কোয়েম্বাটুর |
২০ | নবাবদের শহর | লখনউ |
২১ | পূর্বের ভেনিস | কোচিন |
২২ | বাংলার দুঃখ | দামোদর নদ |
২৩ | বিহারের দুঃখ | কোশী নদী |
২৪ | নীল পর্বত | নীলগিরি |
২৫ | পর্বতের রানি | মুসৌরি (উত্তরাখন্ড) |
২৬ | পবিত্র নদী | গঙ্গা |
২৭ | ভারতের হলিউড | মুম্বাই |
২৮ | দুর্গের শহর | কলকাতা |
২৯ | পঞ্চহ্রদের দেশ | পাঞ্জাব |
৩০ | তাঁতির শহর | পানিপথ |
৩১ | হ্রদের শহর | শ্রীনগর |
৩২ | ভারতের ইস্পাত নগরী | জামশেদপুর (টাটানগর) |
৩৩ | মন্দিরের শহর | বারাণসী |
৩৪ | উত্তরের ম্যাঞ্চেস্টার | কানপুর |
৩৫ | ভারতের র্যালি/সমাবেশের শহর | নতুন দিল্লি |
৩৬ | ভারতের স্বর্গ/ভূস্বর্গ | জম্মু ও কাশ্মীর |
৩৭ | ভারতের বন্টন | আমেদাবাদ |
৩৮ | ভারতের মশলা উদ্যান | কেরালা |
৩৯ | ভারতের সুজারল্যান্ড | কাশ্মীর |
৪০ | ঈশ্বরের আবাস (আমেদাবাদ) | প্রয়াগ |
৪১ | ভারতের পিটস্বার্গ | জামশেদপুর |