স্ত্রীলিঙ্গ
এখানে যেসব প্রাণীর ছবি দেওয়া হয়েছে, সবাই স্ত্রী-জাতীয় প্রাণীকে বলা হয় স্ত্রীলিঙ্গ। স্ত্রী-জাতীয় যত প্রাণী আছে, সবই স্ত্রীলিঙ্গ। কল্পনায় যাদের স্ত্রী-জাতীয় ভাবা হয়, তারাও স্ত্রীলিঙ্গ। যেমন-প্রেতিনী বা পেত্নী, কিন্নরী, রাক্ষসী ইত্যাদি। মা, মাসিমা, জ্যোঠিমা, কাকিমা, পিসিমা, মামিমা এঁরাও স্ত্রীলিঙ্গ।