প্রার্থনাবাচক
(১) ‘সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।’
(২) ‘এমনি করেই যায় যদি দিন যাক না।’
(৩) তরুলতা ফুল মধুময় হোক।
(৪) ‘তোমারি হউক জয়।’
(৫) ‘যেন তে-রাত্তির না পোহায়।’
(৬) ‘তোমার কল্যাণ হোক।’
(৭) ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন।
ওপরের উদাহরণগুলো লক্ষ করতে দেখতে পাবে বাক্যগুলোর মধ্যে একটা ইচ্ছা বা প্রার্থনা ব্যক্ত হয়েছে। তাই এদের প্রার্থনাবাচক বাক্য কাকে বলব ? ইচ্ছা প্রকাশ করার জন্য যে বাক্য ব্যবহার করা হয়, তাকে প্রার্থনাবাচক বা ইচ্ছাবাচক বাক্য বলা যায়।