logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

বাংলা ব্যাকরণ চর্চা


বাংলা ব্যাকরণ

দল বিশ্লেষণ

দল মুক্তদল রুদ্ধদল ছন্দ জেনে রাখা ভালো

ধ্বনি পরিবর্তন

ধ্বনি পরিবর্তন স্বরভক্তি বা বিপ্রকর্ষ ব্যঞ্জনসংগতি(সমীভবন) স্বরসংগতি অপিনিহিতি অভিশ্রুতি জেনে রাখা ভালো

পদ ও পদের শ্রেণীবিভাগ

পদ বিশেষ্য পদ বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ ধাতু ও ক্রিয়াপদ মৌলিক ধাতু ও সাধিত ধাতু ক্রিয়ার কাল অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল ক্রিয়ার ভাব সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া সকর্মক ও অসকর্মক ক্রিয়া জেনে রাখা ভালো

সন্ধি

বিসর্গ সন্ধি খাঁটি বাংলা সন্ধি

শব্দ গঠন

প্রত্যয় সংস্কৃত কৃৎ প্রত্যয় বাংলা কৃৎ প্রত্যয় সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বাংলা তদ্ধিত প্রত্যয় বিদেশি তদ্ধিত প্রত্যয় জেনে রাখা ভালো

কারক ও বিভক্তি

বিভক্তি ও অনুসর্গ কারক কর্তৃ কারক কর্ম কারক করণ কারক নিমিত্ত কারক অপাদান কারক অধিকরণ কারক জেনে রাখা ভালো

উপসর্গ ও অনুসর্গ

উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ বিদেশি উপসর্গ অনুসর্গ জেনে রাখা ভালো

সমাস

সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস বহুব্রীহি সমাস নিত্য সমাস অব্যয়ীভাব সমাস অলোপ সমাস বাক্যাশ্রয়ী সমাস জেনে রাখা ভালো

বাক্য বিশ্লেষণ

বাক্য যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি

বাক্যের শ্রেণীবিভাগ

বাক্যের প্রকারভেদ সরলবাক্য জটিল বাক্য যৌগিক বাক্য নির্দেশক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক প্রার্থনাবাচক সন্দেহবাচক আবেগবাচক শর্তসাপেক্ষ বাক্যান্তরকরণ জেনে রাখা ভালো

বাক্য পরিবর্তন

সরল বাক্য থেকে যৌগিক বাক্যে যৌগিক বাক্য থেকে সরল বাক্যে সরল বাক্য থেকে জটিল বাক্যে

সাধু ও চলিত রীতি

সাধু রীতি চলিত রীতি

লিঙ্গ

লিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লীব লিঙ্গ বিশেষণের স্ত্রী-লিঙ্গ লিঙ্গান্তর

বচন

একবচন বহুবচন

পুরুষ

উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ

পদান্তর সাধন

পদান্তর বিশেষ্য থেকে বিশেষণ বিশেষণ থেকে বিশেষ্য

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

বাগ্‌ধারা বাগ্‌ধারার প্রয়োগ

নিমিত্ত কারক


‘জন্য’ অর্থাৎ নিমিত্ত বোঝাতে যে কারক হয়, তাকে নিমিত্ত কারক বলা হয়। নিমিত্ত বোঝাবার জন্যে তরে, জন্যে, জন্য, লাগিয়া (শুধু পদ্যে), লাগি (শুধু পদ্যে), উদ্দেশ্য, উদ্দেশ্যে ইত্যাদি পদত্ত ব্যবহৃত হয়। যথা- পুত্রের জন্য মা সবকিছু ত্যাগ করলেন। পরের নিমিত্ত কিছু ত্যাগ করলে পূর্ণ হয়। ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে।’ মানুষের জন্যে মানুষই এগিয়ে আসে। ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল।’ ‘শেষের দিনটি ছিল তোমারই লাগি।’ সুভাষচন্দ্র দেশের উদ্দেশে আত্মনিবেদন করেছিলেন। জাতির উদ্দেশ্যে তিনি এই বার্তা পাঠালেন। নিমিত্ত কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ (একবচনে) ১. য় বিভক্তি : সমস্ত সম্পত্তি তিনি জনসেবায় দলেন। একটি গোরুর দুধ তিনি জনসেবায় দিয়ে থাকেন। ২. তে বিভক্তি : জনসেবাতে কিছু দান করব। লেখাপড়াতে কছু খরচ তো হবেই। তিনি লাইব্রেরিতে কিছু বই দেবেন। ব্যাবসাতে আরও কিছু টাকা ঢালব। ৩. এ বিভক্তি : সৎকাজে কিছু খরচ করলাম ৪. কে বিভক্তি : দেশ তোমাকে অনেক দিয়েছে, দেশকে কিছু দিয়ো। ৫. র বিভক্তি : অপর্ণা ভোরবেলা পূজার ফুল তুলল। খাবার বাসনপত্র পরিচ্ছন্ন রাখা উচিত।