শর্তসাপেক্ষ
(১) ‘যদি বারণ করো তবে গাহিব না।’
(২) তুমি না এলে আমরা খেতে পারব না।
(৩) যখন ভিতরের সঞ্চয় ফুরাবে কেবল তখনই গ্রহণ করবে।
(৪) যদি বলি জ্ঞান শিক্ষা, তাহা হইল তর্ক উঠিবে।
(৫) সেটা যদি রাজপথ না হয় তো অন্তত গলিরাস্তা হওয়া চাই।
(৬) মানুষকে শক্তি দিতে হইলে মানুষকে বিস্তৃত করা চাই।
(৭) তাহা স্মরণ করিলে পাষাণময় চিত্তও দ্রব হইয়া যায়।
(৮) পিছল পাথরের নুড়িতে পা হড়কালে পড়ে যেতে পারে।
(৯) কিন্তু ঘরে আনলে সে সমস্ত আরও তাদের নহে।
(১০) সেই সংবাদ পাওয়া মাত্র তাদের মাথায় যেন বজ্রাঘাত হল।
ওপরের উদাহরণগুলো লক্ষ করতে এখা যাবে, বাক্যের মধ্যে একটা শর্ত রয়েছে। ‘বিনা পরিশ্রমে কিছুই লাভ করা যায় না’-এখানে একই বাক্যের ‘লাভ না করার’ শর্ত যে ‘বিনা পরিশ্রম’ তা জানিয়ে দেওয়া হচ্ছে। তাহলে ‘শর্তসাপেক্ষ’ বাক্য কাকে বল ? যে বাক্যে অর্থের দিক থেকে যদি, যখন, কিন্তু, বিনা প্রভৃতি অব্যয় দিয়ে বাক্য গঠিত হয় এবং যাতে নিয়ম, স্বীকৃতি, শর্ত ইত্যাদির অর্থ প্রকাশিত হয় তাকে শর্তসাপেক্ষ বাক্য বলে।