অতীত কাল
ক্রিয়ার কাজ যদি পূর্বে ঘটে থাকে, তবে ক্রিয়া ঘটবার সেই কালকে অতীতকাল (Past Tense)বলে। অতীত কাল চার ভাগে বিভক্তি। যথা – (১) সাধারণ অতীত কাল : বাবা বললেন। দীপালি একাজ করেছিল। আমি দৃশ্যটি দেখলাম। বাক্যগুলির ক্রিয়াপদগুলি থেকে বোঝা যাচ্ছে, কাজগুলি অতীতে কোনো এক সময়ে ঘটেছিল – কিন্তু সাধারণভাবে অতীত ক্ল ছাড়া আরও বিশেষ কিছু বোঝা যাচ্ছে না। অর্থাৎ, ক্রিয়ার যে কালের রূপ দ্বারা সাধারণভাবে অতীত কাল বোঝায়, তাকে সাধারণ অতীত কাল বলা হয়। (২) ঘটমান অতীত কাল : অতীত কালের ক্রিয়া-যুক্ত আরও কয়েকটি বাক্য বিচার করা যাক। পাপিয়া লিখছিল। শেফালি বলছিল। সুতপা যাচ্ছিল। উপরের বাক্যগুলিতে দেখা যাচ্ছে, অতীতকালে ক্রিয়ার কাজ ঘটেছিল, এখকন শেষ হয়নি। ক্রিয়ার এই রূপ হল ঘটমান অতীত কালের রূপ। ক্রিয়ার যে কালের রূপ দ্বারা অতীত কালে ক্রিয়ার কাজ ঘটেছিল কিন্তু শেষ হয়নি এটা বোঝায়, সেই রূপকে ঘটমান অতীত কাল বলা হয়। (৩) নিত্যবৃত্ত অতীত কাল : অতীত কালের আরও এক ধরনের কয়েকটি দৃষ্টান্ত দেখা যাক। আমরা রোজ যেতাম। তুই রোজই যেতিস। তারা পড়তে আসত। এই বাক্যগুলিতে ক্রিয়ার কাল দেখে বোঝা যাচ্ছে, অতীতে ক্রিয়ার কাজ প্রায়ই বা প্রত্যহ ঘট। যা সচরাচর ঘটত, তাকে নিত্যবৃত্ত বলা হয়। তাই ক্রিয়ার এই কালকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। অতীতে নিত্য বা প্রায়ই ঘটর এটা বোঝাবার জন্য ক্রিয়ার যে কাল ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলা হয়। (৪) পুরাঘটিত অতীত কাল : অতীত কালের আর এক ধরনের কয়েকটি দৃষ্টান্ত দেখা যাক। বাবা আসবার আগে আমি খেয়েছিলাম। শিক্ষকমশায়ের আগে ছাত্ররা ঢুকেছিল। তোমার আসার আগে আমি এসেছিলাম। উপরের বাক্যগুলিতে দেখা যাচ্ছে, অতীত কালে একটি কাজ হবার আগে আর-একটি কাজ ঘটেছে। ক্রিয়ার এই কালকে পুরাঘটিত অতীত বলে। ক্রিয়ার যে কালের দ্বারা অতীত কালে একটি কাজ হবার পূর্বে আর-একটি কাজ হয়েছিল বোঝায়, তাকে পুরাঘটিত অতীত কাল বলা হয়। অতীত কাল সম্পর্কে উপরে যে আলোচনা করা হল, তা থেকে ক্রিয়ার অতীত কালের চারটি রূপ পাওয়া যায়। অতীতকালের চারটি রূপ : (১) সাধারণ অতীত কাল; (২) ঘটমান অতীত কাল; (৩) নিত্যবৃত্ত অতীত কাল; (৪) পুরাঘটিত অতীত কাল।