আবেগবাচক
(১) অ্যাঁ, এতকান্ড ঘটে গেছে এর মধ্যে!
(২) তোমাকে অবহেলা করিবে সাধ্য কার!
(৩) বাঃ! এমন সুন্দর দৃশ্য কদাচিৎ দেখা যায়।
(৪) ছিঃ ছিঃ, একাজ মানুষেও করে!
(৫) ‘সত্য, সেলুকাস কি বিচিত্র এই দেশ!’
(৬) আহা, কি দেখিলাম!
(৭) বেচারি! কিছুই পেল না।
(৮) হায় হায়! দেশের কি হাল হল।
ওপরের উদাহরণগুলো লক্ষ করলে দেখবে বাক্যের মধ্যে আনন্দ, উৎসাহ, ঘৃণা বিস্ময় ইত্যাদির ভাব রয়েছে এবং একটা নির্দিষ্ট আবেগ প্রকাশ পাচ্ছে। যে বাক্যে অর্থের দিক থেকে আনন্দ, বিস্ময়, উৎসাহ, শোক, ঘৃণা, ক্রোধ, ভয় প্রভৃতি মনের ভাব প্রকাশ পায় তাকে আবেগবাচক বাক্য বলে।