ধাতু ও ক্রিয়াপদ
বাক্যের মধ্যে যে পদ কোনো কাজ করা বোঝায়, সেই পদকে ক্রিয়াপদ বলে। যথা- রমেশ যাচ্ছে। সুতপা হাসছে। -এই দৃষ্টান্ত দুটিতে ‘যাচ্ছে’ এবং ‘হাসছে’ ক্রিয়াপদ, কেন-না দুটি পদই কোনো না কোনো কাজ করা বোঝাচ্ছে। ক্রিয়াপদের মূলকে ধাতু বলে। উপরে যে দুটি ক্রয়াপদের উল্লেখ করা হয়েছে, তাদের মূল কথা হল ‘যা’ এবং ‘হাস্’। ‘যা’ ধাতুর সঙ্গে ‘ছে’ বর্ণসমষ্টি যুক্ত হয়ে ‘যাচ্ছে’ ক্রিয়াপদ গঠিত হয়েছে। ‘হাস্’ ধাতুর সঙ্গে ‘ছে’ বর্ণসমষ্টি যুক্ত হয়ে ‘হাসছে’ ক্রিয়াপদ গঠিত হয়েছে। এই দুটি ক্ষেত্রে ‘ছে’ এই দুটি বর্ণসমষ্টিকে বলা হবে ধাতুবিভক্তি বা ক্রিয়াবিভক্তি। অর্থাৎ, ধাতুর সঙ্গে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে, সেগুলিকে ধাতুবিভক্তি বা ক্রিয়াবিভক্তি বলে।