নির্দেশক
(১) কদমতলায় বুড়ি চরকা কাটছে।
(২) বর্ষাকালে এখানে প্রায়ই বন্যা হয়।
(৩) রাস্তা দিয়ে ফেরিওয়ালা চানাচুর হেঁকে যায়।
(৪) চিলে কোঠায় লাটু পরীক্ষার পড়া করে।
(৫) দেবস্মিতা অধীর আগ্রহে নেহার জন্য অপেক্ষা করছে।
(৬) অরুন এখন আর গান গায় না।
(৭) প্রিয়দাস এত হীন নহে।
ওপরের উদাহরণগুলোর বাক্যগুলিতে কোনো ভাব বা ঘটনাকে বিবৃতির মধ্যে প্রতিষ্ঠিত বা স্বীকৃতি কিংবা অস্বীকার করা হয়েছে। তাই এগুলো নির্দেশক বাক্যের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে নির্দেশক বাক্য কাকে বলব? যে বাক্যে সাধারণভাবে কোনো কিছু নির্দেশ করা বা অস্বীকার করা হয়, তাকে নির্দেশক বাক্য বলে।