প্রশ্নবাচক
(১) রবীন্দ্রনাথ ঠাকুরকে কে না চেনে ?
(২) বাবা, আমাদের তবে এবার পথে বসালে ?
(৩) পিসিমা আমাকে একখানা গাড়ি কিনে দেবে ?
(৪) তোমার বাবার নাম কী ?
(৫) ‘কোথায় স্বর্গ? কোথায় নরক?-কে বলে তা বহুদূর?’
(৬) ‘হিন্দু না ওরা মুসলিম-ওই জিজ্ঞাসে কোন্ জন ?’
(৭) আমাদের ঠাকুমাকে তুমি কি দেখেছ?
ওপরের উদাহরণগুলো লক্ষ করলে দেখা যাবে বাক্যগুলোর মধ্যে কে, কী, কোথায়, কোন্, কেন অব্যয়ের যোগে বাক্যগুলোতে জিজ্ঞাসা বা জানবার ইচ্ছা প্রশ্নের আকারে সূচিত হয়েছে। তাহলে প্রশ্নবাচক বাক্য কাকে বলব ?
যে বাক্যে কোনো বা ভাব সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে তাকে প্রশ্নবাচক বাক্য বলে।
মনে রাখবে, প্রশ্নবাচক বাক্যের প্রশ্ন চিহ্ন পরিহার করলেই অস্ত্যর্থক বাক্যে প্রশ্নচিহ্ন দিলেই প্রশ্নবাচক করা যায়। যেমন-
(১) আমি কি তার বংশ পরিচয় জানি ? (প্রশ্নবাচক)
আমি তার বংশ পরিচয় জানি।
(২) কিন্তু ছেলেরা জানিতে পারিল। (অস্ত্যর্থক)
কিন্তু ছেলেরা কি জানিতে পারিল না ? (প্রশ্নবাচক)