ক্লীবলিঙ্গ
এখানে যেসব ছবি দেওয়া হয়েছে, তার কোনোটিই পুরুষ-জাতীয় নয়, স্ত্রী-জাতিয়ও নয়। যেসব প্রাণহীন বস্তু পুরুষও নয়, স্ত্রী-জাতীয়ও নয়, তারা সব ক্লীবলিঙ্গ। বিচার করে দেক্ষলে বোঝা যায়, বিশেষ্য পদগুলি পুরুষ অথবা স্ত্রী অথবা ক্লীব এর যেকোনো একটি ভাব বোঝায়। যে শব্দ পুরুষ বা স্ত্রী-বাচক নয়, তা ক্লীব। বিশেষ্য শব্দের এই পুরুষ, স্ত্রী বা ক্লীব ভাবকে লিঙ্গ বলে।